যাবার আগে মিটিয়ে নেব
যার যার সঙ্গে আড়ি
উঠলে ঝড় ছুটব বাইরে
তারপরে তো বাড়ি
ঠিক করি নি কিসে যাব
হেঁটে না সাইকেলে
ঝনঝনালে পকেটে পয়সা
মাটিতে দেব ফেলে
মাটি কাঁপছে, কাঁপুক।
চল্ রে ঘোড়া!
হাতে তুলেছি চাবুক
মুখপুড়িটা তাকাচ্ছে, দ্যাখ!
বলছে, আ মর মিন্সে-
ও কিছু নয়, বুঝ্লি না রে
হিংসে, হিংসে, হিংসে।।
সুভাষ মুখোপাধ্যায় (১২ ফেব্রুয়ারি ১৯১৯ – ৮ জুলাই ২০০৩) ছিলেন বিশ শতকের উল্লেখযোগ্য বাঙালি বামপন্থী কবি ও গদ্যকার। তিনি কবি হিসেবে খ্যাতিমান হলেও ছড়া, প্রতিবেদন, ভ্রমণসাহিত্য, অর্থনীতিমূলক রচনা, অনুবাদ, কবিতা সম্পর্কিত আলোচনা, উপন্যাস, জীবনী, শিশু ও কিশোর সাহিত্য ইত্যাদি রচনাতেও উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। সম্পাদনা করেছেন একাধিক গ্রন্থ এবং বহু দেশি-বিদেশি কবিতা বাংলায় অনুবাদও করেছেন। “প্রিয়, ফুল খেলবার দিন নয় অদ্য় এসে গেছে ধ্বংসের বার্তা” বা “ফুল ফুটুক না ফুটুক/আজ বসন্ত” প্রভৃতি তাঁর অমর পঙক্তি বাংলায় আজ প্রবাদতুল্য।