চিরকুট

শত কোটি প্রণামান্তে
হুজুরে নিবেদন এই— 
মাপ করবেন খাজনা এ সন
ছিটে ফোঁটাও ধান নেই।

মাঠে ঘাটে কপাল ফাটে
দৃষ্টি চলে যত দূর
খাল শুক্‌নো বিল শুক্‌নো
চোখের কোলে সমুদ্দুর।

হাত পাতব কার কাছে কে
গাঁয়ে সবার দশা এক
তিন সন্ধে উপোস দিয়ে
খাচ্ছি আজ বুনো শাক।

পরনে যা আছে তাতে
ঢাকা যায় না লজ্জা
ঘটি বাটি বেচেছি সব
আছে বলতে ছিল যা।

এ দুর্দিনে পাওনা আদায়
বন্ধ রাখুন, মহারাজ
ভিটেতে হাত দেয় না যেন
পাইক বরকন্দাজ।

আমরা কয়েক হাজার প্রজা
বাস করি এই মৌজায়
সবাই মিলে পথ খুঁজছি
কেমন করে বাঁচা যায়।

পেট জ্বলছে, ক্ষেত জ্বলছে
হুজুর, জেনে রাখুন
খাজনা এবার মাপ না হলে
জ্ব’লে উঠবে আগুন। 

আরো পড়ুন:  সৌন্দর্য বিষয়ক কথা ও শত্রুরা

Leave a Comment

error: Content is protected !!