সালেমনের মা

পাগল বাবরালির চোখের মত আকাশ।
তার নিচে পাঁঁচ ইস্টিশান পেরনো মিছিলে
বার বার পিছিয়ে পড়ে
বাবরালির মেয়ে সালেমন
খুঁজছে তার মাকে।

এ কলকাতা শহরে
অলিগলির গোলোকধাঁঁধায়
কোথায় লুকিয়ে তুমি,
সালেমনের মা?
বাবরালির চোখের মত এলোমেলো
এ আকাশের নীচে কোথায়
বেঁধেছো ঘর তুমি, কোথায়
সালেমনের মা?

মিছিলের গলায় গলা মিলিয়ে
পিচুটি-পড়া চোখের দুকোণ জলে ভিজিয়ে
তোমাকে ডাকছে শোন,
সালেমনের মা—

এক আকালের মেয়ে তোমার
আর এক আকালের মুখে দাঁঁড়িয়ে
তোমাকেই সে খুঁজছে।।

আরো পড়ুন:  দূরান্বয়

Leave a Comment

error: Content is protected !!