পথে এবার নামো সাথী
পথেই হবে এ পথ চেনা।
জনস্রোতে নানান মতে
মনোরথের ঠিকানা,
হবে চেনা, হবে জানা।।
অনেক তো দিন গেল বৃথাই এ সংশয়ে,
এসো এবার দ্বিধার বাধা পার হ’য়ে—
তোমার আমার সবার স্বপন
মিলাই প্রাণের মোহনায়
কিসের মানা?
তখন এ গান তোলে তুফান
নবীন প্রানের প্লাবণ আনে দিকে দিকে;
কিসের বাধা? বিপদ বরণ মরণ – হরণ,
চরন ফেলে সে যায় হেঁকে।
তখন তো আর শোষণ বাঁধন মানব না
সবার এ দেশ সবার ছাড়া তো জানব না
পরোয়া নেই আকাশ বাতাস
হবে আশার পরোয়ানা।।
কিসের মানা?
হবে চেনা, হবে জানা।।
সলিল চৌধুরী (হিন্দি: सलिल चौधरी, মালয়ালম: സലില് ചൗധരി) (নভেম্বর ১৯, ১৯২৫ – সেপ্টেম্বর ৬, ১৯৯৫) একজন ভারতীয় সঙ্গীত পরিচালক, গীতিকার, সুরকার এবং গল্পকার। তিনি মূলত বাংলা, হিন্দি, এবং মালয়ালাম চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেছেন। আধুনিক বাংলা গানের সুরস্রষ্টা হিসেবে এবং গণসংগীতের প্রণেতা হিসেবে তিনি একজন স্মরণীয় বাঙালি। তাঁর দুটি প্রকাশিত গ্রন্থ হচ্ছে ‘প্রান্তরের গান’ এবং ‘সলিল চৌধুরীর গান’। হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, মানবেন্দ্র মুখোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায় প্রমুখ উল্লেখযোগ্য সংগীতশিল্পীগণ তাঁর রচিত গান গেয়েছেন।