ফিরাইয়া দে, মোদের কায়ুর বন্ধুদেরে

ফিরাইয়া দে, দে, দে মোদের কায়ুর বন্ধুদেরে।

মালাবারের কৃষক সন্তান, (তারা) কৃষক সভার ছিল প্রাণ

অমর হইয়া রহিবে তারা দেশের দশের অন্তরে।।

কৃষক মায়ের রাখতে ইজ্জত মান, (তারা) ফাঁসী কাষ্ঠে দিল প্রাণ

ফিরিয়া পাব না রে মোদের কায়ুর বন্ধুদেরে।।

লজ্জার কথা থুইব রে কোথায় ?

তাদের বাঁচাইতে নারিলাম হায়

তাদের ছাইড়া দিতে বাধ্য করতে

নারলাম দেশের অবুঝ সরকারে রে।।

শোন রে দেশের কৃষক-সন্তান

শোন রে দেশের দেশপ্রেমী সন্তান

শোন রে দেশের বীরের মায়ের প্রাণ

অক্ষমতার দে রে প্রতিদান।

ফিরাইয়া দে তাদের দেশের কাজে হাজারে হাজারে।।

চার কায়ূরের বদলে আজ ভাই

( মোদের ) হাজার হাজার কায়ুর চাই

ফিরিয়া পাব রে মোদের কায়ুর শহীদদেরে।।

আরো পড়ুন:  পথে এবার নামো সাথী

Leave a Comment

error: Content is protected !!