জেগে আছি একা

জেগে আছি একা:          জেগে আছি কারাগারে।

কুয়াশায় ঘেরা নবমীর চাঁদ জাগিছে আকাশ পারে।।

বাতাসে ভাসিছে বাতাবী ফুলের গন্ধ,
বনে বনে জাগে ঝিল্লী নূপুর ছন্দ।

জোনাকিরা গাঁথে আলোকের মালা বাহিরে অন্ধকারে।।
তুমিও কি প্রিয়া রয়েছো জাগিয়া শূন্য শয়ন তলে?
সারা পৃথিবীর বেদনা ঝরিছে তোমার নয়ন জলে?

পরাধীন দেশে প্রেম চির অভিশপ্ত,
মুক্তির পথে কত বাধা , কত রক্ত!

মহা মিলনের স্বপ্ন আমার ভেঙে যায় বারে বারে।।

আরো পড়ুন:  নিটোল পায়ে রিনিক ঝিনিক পায়েলখানি বাজে, মাদল বাজে সেই সংকেতে

Leave a Comment

error: Content is protected !!