পৃথিবী আমারে চায়

পৃথিবী আমারে চায়,

রেখো না বেঁধে আমায়,

খুলে দাও প্রিয়া খুলে দাও বাহুডোর।।

প্রণয় তোমার মিছে নয় মিছে নয়,

ভালবাসি তাই মনে জাগে এত ভয়

চাঁদ ডুবে যাবে ফুল ঝরে যাবে

মধুরাতি হবে ভোর।।

সবার মনের দীপালি জ্বালাতে

যে দীপ আপনি জ্বলে,

কেন আর তারে ঢেকে রাখ বলো

তোমার আঁচল তলে?

শোন না কি ওই আজ দিকে দিকে হায়,

কত বঁধু কাঁদে, কাঁদে কত অসহায়,

পথ ছেড়ে দাও নয় সাথে চলো,

মুছে নাও আঁখিরোল।।

আরো পড়ুন:  কত মধুরাতি এলো, এলো আর চলে গেল

Leave a Comment

error: Content is protected !!