আমি দুরন্ত বৈশাখী ঝড়
তুমি যে বহ্নিশিখা,
মরণের ভালে এঁকে যাই মোরা
জীবনের জয়টিকা।।
মোদের প্রেমের দীপ্ত দীপক রাগে
দিকে দিকে ঐ সুপ্ত জনতা জাগে;
মুক্তি আলোকে ঝলমল করে
আঁধারের যবনিকা।।
দু’শো বছরের নিঠুর শাসনে
গড়া যে পাষাণবেদী
নতুন প্রাণের অঙ্কুর জাগে
তারই অন্তর ভেদি।
তোমার আমার পূণ্য মিলন ব্রতে
আশার কমল ফোটে অশ্রুর স্রোতে,
নব ইতিহাস রচিব গো মোরা
মুছি কলঙ্ক লিখা।।
অন্তঃটীকা: কমল দাশগুপ্ত এই গানটিতে সুরারোপ করেছিলেন। কণ্ঠ দিয়েছিলেন জগন্ময় মিত্র।
মোহিনী চৌধুরী খ্যাতনামা বাঙালি কবি, গীতিকার ও চিত্র পরিচালক। জন্মেছিলেন ১৯২০ সালের ৫ সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার ডহরপাড়া গ্রামে। শৈশব কৈশোর কেটেছে উত্তর কলকাতায়। রিপন কলেজ থেকে ইংরাজি সাহিত্যের সাম্মানিক স্নাতক। ‘কালস্রোত’, ‘অনুষ্টুপ ছন্দ’, ‘রাজদ্রোহী’, ‘নায়িকা সংবাদ’, ‘শুকসারী’ প্রভৃতি ছবির জন্য গান লিখেছেন। গীতিকার মোহিনী চৌধুরী মারা যান ২১ মে, ১৯৮৭।