ভুলি নাই ভুলি নাই —
নয়নে তোমারে হারায়েছি প্রিয়া
স্বপনে তোমারে পাই।
বন জোছনার ছায়াতে
মধুমালতীর মায়াতে
কে যেন আমারে আজও পিছু ডাকে
বারে বারে তাই ফিরে চাই।।
নভোনীলিমার মণিহার হ’তে
যে তারাটি গেল ঝরিয়া,
তারই আঁখিজল ঝিনুকেরই বুকে
রেখেছে মুকুতা গড়িয়া।
যে- ফুল ধূলায় ঝরালে
তার সুরভি যে প্রাণে জড়ালে;
যে বীণা বাজালে তারই সুরে
আজও গানের মালাটি গেঁথে যাই।।
মোহিনী চৌধুরী খ্যাতনামা বাঙালি কবি, গীতিকার ও চিত্র পরিচালক। জন্মেছিলেন ১৯২০ সালের ৫ সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার ডহরপাড়া গ্রামে। শৈশব কৈশোর কেটেছে উত্তর কলকাতায়। রিপন কলেজ থেকে ইংরাজি সাহিত্যের সাম্মানিক স্নাতক। ‘কালস্রোত’, ‘অনুষ্টুপ ছন্দ’, ‘রাজদ্রোহী’, ‘নায়িকা সংবাদ’, ‘শুকসারী’ প্রভৃতি ছবির জন্য গান লিখেছেন। গীতিকার মোহিনী চৌধুরী মারা যান ২১ মে, ১৯৮৭।