ভুলি নাই ভুলি নাই

ভুলি নাই ভুলি নাই

নয়নে তোমারে হারায়েছি প্রিয়া 

স্বপনে তোমারে পাই।

বন জোছনার ছায়াতে

মধুমালতীর মায়াতে

কে যেন আমারে আজও পিছু ডাকে

বারে বারে তাই ফিরে চাই।।

নভোনীলিমার মণিহার হতে

যে তারাটি গেল ঝরিয়া,

তারই আঁখিজল ঝিনুকেরই বুকে

রেখেছে মুকুতা গড়িয়া।

যে- ফুল ধূলায় ঝরালে

তার সুরভি যে প্রাণে জড়ালে;

যে বীণা বাজালে তারই সুরে

আজও গানের মালাটি গেঁথে যাই।।

আরো পড়ুন:  হায় কি যে করি এ মন নিয়া

Leave a Comment

error: Content is protected !!