আরও একটু সরে বসতে পার

আরও একটু সরে বসতে পার        আরও একটু কাছে।

দূরে থাকার ছলনা হায় বৃথা          ছল ছল নয়ন যবে যাচে।।

হাতে যদি পড়েই এসে হাত            মুখের প’রে হ’লে নয়ন-পাত

হৃদয় কেঁপে ওঠেই অকস্মাৎ,          লজ্জা পাবার সময় অনেক আছে।।

চুলের সুবাস হাওয়ায় ভাসে          নেশার বিভোর মন।

আজকে জানি আমরা দুজন বাদে        পৃথিবী নির্জন।

কথার পরে কাজ কি কথা গাঁথা        কাঁধের পরে পড়ুক নুয়ে মাথা।

কথার অতীত গহন-নীরবতায়        মোদের সুধার স্বর্গ মিলিয়াছে ৷৷

আরো পড়ুন:  এই জীবনের যত মধুর ভুলগুলি

Leave a Comment

error: Content is protected !!