যদি ভালো না লাগে তো দিও না মন

যদি ভালো না লাগে তো দিও না মন,

শুধু দূরে যেতে কেন বলো অমন!

যদি হৃদয়ে না মেলে ঠাঁই

নয়নে মানা তো নাই,

যদি না দুয়ার খুলিতে চাও,  খুলে রেখো বাতায়ন।

মেঘেতে যা কিছু আঁকিয়া যাক,

(জানি) আকাশে কখনো লাগে না দাগ।

কুসুম না যদি পাই,

কাননে পাতা কুড়াই,

(তুমি) জাগরণে যদি ধরা না দাও, ভেঙোনা ভীরু স্বপন ।।

আরো পড়ুন:  নাবিক আমার নোঙর ফেল

Leave a Comment

error: Content is protected !!