রাজনৈতিক উপদল কাকে বলে

যখন একই দলের মধ্যে এক একটি গােষ্ঠী বিশেষ রাজনৈতিক মনােভঙ্গির ভিত্তিতে দানা বাঁধে এবং সেইসব গােষ্ঠী অপরাপর গােষ্ঠীর সঙ্গে অল্পবিস্তর বিষয়ে প্রতিপক্ষতা করে তখন সেই গোষ্ঠীগুলোকে রাজনৈতিক উপদল (ইংরেজি: Political faction) বলে। দল ছাড়াও সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান কিংবা সংগঠনের মধ্যেও সমমনােভাবাপন্ন সদস্যদের গােষ্ঠীগতভাবে উপদল গড়ে তুলতে দেখা যায়।

কোন উপদল যখন ক্ষমতার শীর্ষে উঠতে চায় এবং নিজেদের আদর্শ ও উদ্দেশ্যের প্রেক্ষাপটে সদসা বৃদ্ধি করে চলে তখন সেটা একটি পুরােপুরি দলেই পরিণত হয়। যে সব দলে উপদল গড়ার প্রবণতাকে প্রশ্রয় দেওয়া হয় না, সে সব দলেও ব্যক্তিকেন্দ্রিক উপদল থাকে। পারস্পরিক আলাপ-আলােচনার মাধ্যমে উপদল গঠনের প্রবণতাকে সংযত করা হয়ে থাকে। তবে অনেক সময় বিচ্ছিন্ন উপদল বিরােধী পক্ষ হিসেবে রাজনৈতিক ভারসাম্য রক্ষা করে।

তথ্যসূত্র:

১. গঙ্গোপাধ্যায়, সৌরেন্দ্রমোহন. রাজনীতির অভিধান, আনন্দ পাবলিশার্স প্রা. লি. কলকাতা, তৃতীয় মুদ্রণ, জুলাই ২০১৩, পৃষ্ঠা ৫২।

আরো পড়ুন:  ‘চীনের শ্রমিক’ পত্রিকার পরিচয় প্রসঙ্গে

Leave a Comment

error: Content is protected !!