গণতান্ত্রিক সমাজতন্ত্র (ইংরেজি: Democratic Socialism) হচ্ছে মার্কসবাদ-লেনিনবাদবিরোধী সুবিধাবাদী ও বামপন্থীদের দ্বারা প্রচারিত একটি রাজনৈতিক দর্শন যাতে গণতন্ত্রের সাথে উৎপাদনের উপকরণের উপর সামাজিক মালিকানার সমর্থন করা হয়। ভোট এবং সংসদীয় রাজনীতির মাধ্যমে সমাজতন্ত্রের প্রতিষ্ঠা করার পদ্ধতির নাম হচ্ছে গণতান্ত্রিক সমাজতন্ত্র। এটিকে অন্য কথায় সমাজতন্ত্র অভিমুখে সংসদীয় পথ হিসেবে বিবেচনা করা হয়। প্রত্যয়টির অর্থ হলো প্রতিনিধিত্বমূলক সংসদীয় রাষ্ট্রব্যবস্থায় নির্বাচকমণ্ডলীকে সমাজতন্ত্রে প্রবৃত্ত করা।
সাধারণত সাম্যবাদ বা সমাজতন্ত্র বিপ্লব ও আকস্মিক অভ্যুত্থানের পর শক্তিপ্রয়ােগের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। সেটা হলো সমাজতন্ত্র অভিমুখে বৈপ্লবিক সমাজতান্ত্রিক পথ। অবশ্য সমাজ-গণতন্ত্র বা সােস্যাল ডেমােক্রেসি স্বতন্ত্র আলোচনার বিষয়। গণতান্ত্রিক সমাজতন্ত্রে ব্যক্তিস্বাধীনতা, আইনের শাসন ও বহুত্ববাদী সামাজিক পরিবেশ বিরাজ করে। গণতন্ত্রী সমাজতন্ত্রের পথ ইংল্যান্ডের গণশত্রুদের লেবার পার্টিসহ ইউরোপের অনেক প্রতিক্রিয়াশীল পার্টি অনুসরণ করে।[১]
দ্রষ্টব্য: উদারনৈতিক গণতন্ত্র ; প্রত্যক্ষ গণতন্ত্র
তথ্যসূত্র:
১. গঙ্গোপাধ্যায়, সৌরেন্দ্রমোহন. রাজনীতির অভিধান, আনন্দ পাবলিশার্স প্রা. লি. কলকাতা, তৃতীয় মুদ্রণ, জুলাই ২০১৩, পৃষ্ঠা ৯৫।
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক, কবি, প্রাবন্ধিক, গবেষক ও চিন্তাবিদ। তাঁর প্রথম কবিতার বই পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি প্রকাশিত হয় ২০০৪ সালে। তাঁর মোট প্রকাশিত গ্রন্থ ১২টি। সাম্প্রতিক সময়ে প্রকাশিত তাঁর সমাজতন্ত্র ও মার্কসবাদ গ্রন্থ দুটি পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ২০১০ সালে সম্পাদনা করেন বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা নামের একটি প্রবন্ধগ্রন্থ। তিনি ১৬ জুন, ১৯৭৭ তারিখে জন্মগ্রহণ করেন। তিনি লেখাপড়া করেছেন ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ পাস করেন।