বারুনী নদী বা বারুনি নদী বা বর্নি নদী হচ্ছে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলা এবং কিশোরগঞ্জ জেলার ইটনা ও তাড়াইল উপজেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ২৫ কিলোমিটার[১] এবং এটি মূলত সাইদুলি নদীর শাখানদী এবং এটি মগড়া নদীপ্রবাহের বা মগড়া নদী জলসম্ভারের (ইংরেজি: drainage basin) অংশ। মগড়া নদী সর্বশেষ ভাটিতে বারুনী নদীর সাথে মিলিত হবার পর ঘোড়াউত্রা নাম ধারণ করে।
বারুনি নদীর উৎপত্তি সাইদুলি নদী শাখা হতে মুজাফফরপুরের কাছে তাম্বুলিপাড়া থেকে। নদীটি ইটনা ও তাড়াইল উপজেলার সীমানা দিয়ে কিশোরগঞ্জে প্রবেশ করে মগড়া নদিতে পতিত হয়েছে। মগড়া নদী বারুনি নদীর সাথে মিলিত হবার স্থল থেকেই নদীর নাম ঘোড়াউত্রা হয়েছে। ধানকুনিয়া ফেরিঘাট বারুনী নদীর তীরে অবস্থিত।
তথ্যসূত্র:
১. হক, ম. ইনামুল, বাংলাদেশের নদনদী, অনুশীলন, ঢাকা, প্রথম প্রকাশ জুলাই ২০১৭, পৃষ্ঠা ৯১, ১৭৩।
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক, কবি, প্রাবন্ধিক, গবেষক ও চিন্তাবিদ। তাঁর প্রথম কবিতার বই পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি প্রকাশিত হয় ২০০৪ সালে। তাঁর মোট প্রকাশিত গ্রন্থ ১২টি। সাম্প্রতিক সময়ে প্রকাশিত তাঁর সমাজতন্ত্র ও মার্কসবাদ গ্রন্থ দুটি পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ২০১০ সালে সম্পাদনা করেন বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা নামের একটি প্রবন্ধগ্রন্থ। তিনি ১৬ জুন, ১৯৭৭ তারিখে জন্মগ্রহণ করেন। তিনি লেখাপড়া করেছেন ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ পাস করেন।