রুটেসি হচ্ছে সপুষ্পক উদ্ভিদের সাপিনডালেস বর্গের একটি পরিবারের নাম

পরিবার

রুটেসি

পরিবারের নাম: Rutaceae. Juss., 1789
জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্য: Plantae, বিভাগ: Angiosperms, অবিন্যাসিত: Eudicots, অবিন্যাসিত: Rosids, বর্গ: Sapindales, পরিবার: Rutaceae

ভূমিকা: রুটেসি (Rutaceae) হলো সপুষ্পক উদ্ভিদের মধ্যে সাপিনডালিস (ইংরেজি: Sapindales) বর্গের একটি পরিবার। এই পরিবারে আনুমানিক ১৬০টির মতো গণ রয়েছে এবং প্রজাতি আছে প্রায় ১৬০০টি। 

রুটেসি পরিবারের গণগুলোর ভেতরে  সবচেয়ে গুরুত্বপূর্ণ গণ হলো সাইট্রাস বা লেবু-কমলা জাতীয় ফল। এই পরিবারের সব ফলেই ফুল হয় এবং ফুল সুগদন্ধযুক্ত। আকার ও গঠনের দিক দিয়ে এরা তৃণ, গুল্ম ও ছোট বৃক্ষ হয়ে থাকে। তবে রুটেসি পরিবারের সবচেয়ে বেশি বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ফল হল শতাধিক প্রকারের সাইট্ট্রাস।

বাংলাদেশে অন্তত চারটি গণের ফল মানুষ খাদ্য হিসেবে গ্রহণ করে। এই গণ চারটি হলঃ

১. সাইট্রাস বা Citrus,

২. প্যারামিগাইনা বা Paramigyna,

৩. এগলি বা Aegle,

৪. ফেরোনিয়া  ও Feronia.   

আরো পড়ুন:  বিক্সাসি হচ্ছে সপুষ্পক উদ্ভিদের গুল্ম, বীরুৎ ও বৃক্ষ জাতীয় একটি পরিবারের নাম

Leave a Comment

error: Content is protected !!