পূর্বপক্ষ

ছেলেপুলেগুলোকে থামাও তো !

ওঃ সারাটা দিন যা গেছে !

এখন একটু গড়িয়ে নিই।

কী গেল ? পাথরের সেই পুরনো মূতিটা ?

ইস, ভেঙে-ভেঙে ওরা আর কিছু রাখল না।

এখনকার যে কী হাওয়া !

 

একটু গড়িয়ে নিই।

ও সারাটা দিন যা গেছে !

 

মাঠে ধান রুয়েছি, পুকুরে চারামাছ।

জল হাওয়ায়, একটু রও, হানফান করে বাড়বে— আরো পড়ুন

তারপর বায়না করে আনব।

গাওনা-বাজনার দল।

 

ওঃ সারাটা দিন যা গেছে !

 

হাতে ওদের খেলনা দাও।

কানে তালা ধরে গেল ওদের চিৎকারে।

 

বাবাজীবনেরা, ঘরে শান্ত হয়ে বসো —

সাপ আছে, শাঁকচুন্নি আছে

অন্ধকারে যেতে নেই।

 

চোখের পাতা দুটো বন্ধ ক’রে

ভালো করে দেখতে হবে

হা-ঘরে হা-ভাতেদের জন্যে কী করা যায়।

 

সারাটা দিন যা গেছে,

একটু গড়িয়ে নিই।।

আরো পড়ুন:  রসুই

Leave a Comment

error: Content is protected !!