জন ব্রাউনের দেহ শুয়ে সমাধি তলে, তাঁর আত্মা বহ্নিমান হচ্ছে হেমাঙ্গ বিশ্বাসের লেখা একটি আধুনিক বাংলা গণসংগীত। গানটি মাঝারি আকারের ১৬লাইনের একটি গান। গানটি সুর করেছিলেন হেমাঙ্গ বিশ্বাস নিজেই এবং তিনিই গেয়েছিলেন।
গানটি হেমাঙ্গ বিশ্বাসের একটি জনপ্রিয় বহুল পরিচিত গণসংগীত। এই গানটিতে এক মার্কিন বিপ্লবীর জীবনসংগ্রাম ও শহিদ হবার রূপকে ঊর্ধ্বে তুলে ধরা হয়েছে। গানটির কথা ও গানটিকে রোদ্দুরে ডট কম আপনাদের কাছে উপস্থাপন করতে পেরে আনন্দিত।
‘জন ব্রাউনের দেহ শুয়ে’ গানের কথা
জন ব্রাউনের দেহ শুয়ে সমাধি তলে
তাঁর আত্মা বহ্নিমান
শহিদের জয় জয় গান
তাঁর আত্মা বহ্নিমান
মিত্র মুক্তি করে জন ব্রাউনের আর্তনাদ
তাঁর আত্মা বহ্নিমান।।
শহিদের জয় জয় গান
তাঁর আত্মা বহ্নিমান
মহাকাশে তারকারা প্রহরারত
যেথা জন ব্রাউনের দেহ শায়িত
শহিদের জয় জয় গান
তাঁর আত্মা বহ্নিমান।।
আমেরিকার গণমনে জাগে অপলক
জন ব্রাউনের সমাধি ফলক
শহিদের জয় জয় গান
তাঁর আত্মা বহ্নিমান।।
ইউটিউবে গানটি শুনুন এবং আমাদের রোদ্দুরে চ্যানেলটি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন
সিলেট জেলার হবিগঞ্জ মহকুমার চুনারুঘাট উপজেলার মিরাসি গ্রামে জন্ম নেয়া হেমাঙ্গ বিশ্বাস বাংলা গণসংগীতের জননন্দিত মহাযোদ্ধা। তিনি একজন বাঙালি সঙ্গীতশিল্পী, কবি, লেখক এবং সুরকার। মূলত লোকসঙ্গীতকে ভিত্তি করে গণসঙ্গীত সৃষ্টির ক্ষেত্রে তাঁর অবদান বাঙালির ইতিহাসে অবিস্মরণীয়। “হেমাঙ্গ বিশ্বাসের গান” এবং “শঙ্খচিলের গান” তাঁর গানের দুটি সঙ্কলন।