শহরের রাস্তাটা খুঁড়ছে, তা দেখতে দেখতে
স্টেশনের যাচ্ছি তুমি আসবে জেনে।
আমার কাছে আজকের দিনটি প্রত্যাশিত,
মনের নানা খাল-খন্দর ভরাট করতে আমরা পাশাপাশি বসব,
হকারের গুছানো ঝুড়ি, নানা কিছিমের ভিখারি,
যাত্রীর আসা যাওয়া, মাছিদের উন্মুক্ত পাখা;
মালপত্র রেখে যখন বেসুরও বাঁশির শব্দে
একে একে প্রতিটি বগি স্থান ত্যাগ করছিল প্লাটফরমের–
ঠিক তখনো তুমি আমার পাশেই বসে।
তোমার এলোমেলো ঝাঁকড়া চুলে ঢাকা মগজে ভেতরে যে-
চিন্তারা ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের গুছাব বলে আমি এসেছি;
বছরের পর বছর টালি খাতায় বন্দি কাজেরা আজ অক্সিজেন নেবে,
বহুতলা ভবনে আটকে থাকা তোমার সুরেরা-
এখন থেকে জনপদে হাঁটবে,
তোমার নিপুণ পেশীর দেহকে নিয়ে যাব রক্তিম প্রান্তরে,
সেখানে আমাদের যুগল হাতেরা বপন করবে কাঙ্ক্ষিত দিনের বীজ।
০১.০৩.২০১৩
চালাবন, দক্ষিণখান, উত্তরা, ঢাকা
বি. দ্র: ব্যবহৃত ছবি উইকিপিডিয়া কমন্স থেকে নেওয়া। আলোকচিত্রীর নাম: ভ্যান গখ
জন্ম ৮ জানুয়ারি ১৯৮৯। বাংলাদেশের ময়মনসিংহে আনন্দমোহন কলেজ থেকে বিএ সম্মান ও এমএ পাশ করেছেন। তাঁর প্রকাশিত প্রথম কবিতাগ্রন্থ “স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে” এবং যুগ্মভাবে সম্পাদিত বই “শাহেরা খাতুন স্মারক গ্রন্থ”। বিভিন্ন সাময়িকীতে তাঁর কবিতা প্রকাশিত হয়েছে। এছাড়া শিক্ষা জীবনের বিভিন্ন সময় রাজনৈতিক ও সাংস্কৃতিক কাজের সাথে যুক্ত ছিলেন। বর্তমানে রোদ্দুরে ডট কমের সম্পাদক।