মালিকেরা শোষকের কদাকার নোংরা চেহারা আড়াল করতে চায়

মহান মে দিবসের আলোচনা গত শুক্রবার ৩ মে ২০১৯ তারিখ বিকালে শ্রীমঙ্গলের মিশন রোড এলাকায় অনুষ্টিত হয়েছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, শ্রীমঙ্গল উপজেলা শাখার আয়োজনে একক বক্তা ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক কমরেড জলি পাল।

জাবেদ ভূঁইয়ার সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন কমরেড সমীরণ পাল। পরে সাংস্কৃতিক ইউনিয়নের বন্ধুরা প্রতিবাদি গান পরিবেশন করেন।

কমরেড জলি পাল তাঁর বক্তব্যে বলেন যে, মে দিবস এলে দেশের কলকারখানার মালিকেরা মাথায় লাল পতাকা বেঁধে শোষকের চেহারা আড়াল করতে চায়। তারা শ্লোগান তুলে মালিক শ্রমিকের ঐক্য চায় যা কখনই বৈষম্য বিরাজিত সমাজে সম্ভব নয়।

তিনি আরো বলেন, মালিকেরা শ্রমিকদের একটি অংশকে বিভিন্ন সুবিধা দিয়ে দালাল সুবিধাবাদী একটি গোষ্ঠী পয়দা করছে। মালিকরাই তাদের শোষণ বজায় রাখার জন্য দালাল তৈরী করে শ্রমিকদের ভিতরে পাঠিয়ে শ্রমিকদের ঐক্য নষ্ট করে । এতে ফলে মালিকরা অধিক লাভবান হয়। বিপ্লবী শ্রমিকদের কাজ হচ্ছে দালালদের চিনে তাদের প্রতিরোধ করা, এবং দালাল তৈরির প্রক্রিয়াগুলো ধ্বংস করা।

আরো পড়ুন:  সুবিধাবাদী সিপিবির কসাইতোষণ এবং ক্ষুদে-বুর্জোয়া নির্বোধদের সিপিবিতোষণ

Leave a Comment

error: Content is protected !!