না, আমারে শশী চেয়ো না— চাহিলেও পাবে না। কেন তব মায়াজালে

না, আমারে শশী চেয়ো না —চাহিলেও পাবে না।
কেন তব মায়াজালে বাঁধিবারে চাহ মোরে?
কেন তব ছলভরা রূপালি উড়ানি দিয়া চাহ মোরে জড়াইতে—
না, আমারে শশী ছুঁয়ো না, আমি ছোঁয়া দেব না।
যাদুভরা নিশিতে তারার শোভার মাঝে
নিজেরে সাজায়ে কেন কামনায় চাহ মোরে তবু বুকে তুলে নিতে?
না, আমারে শশী ধরো না, আমি ধরা দেব না।

ভাসায়ে তোমার ভেলা রাত্রের কালো নভে
খেলিয়া আলোর খেলা ছলনায় ডাকো মোরে।
তোমার মদির হাসি তোমার কুহক রাশি।
আমার মনেতে গো পাইবে না ঠাই।
না, আমারে শশী ডেকো না, আমি সাড়া দেব না।।

কথা : মীরা দেববর্মণ
সুর ও শিল্পী: শচীন দেববর্মণ

আরো পড়ুন:  মালাখানি ছিল হাতে ঝরে তবু ঝরে নাই

Leave a Comment

error: Content is protected !!