শোনো গো দখিন হাওয়া, প্রেম করেছি আমি,
লেগেছে চোখেতে নেশা, দিক ভুলেছি আমি।
মনেতে লুকানো ছিল সুপ্ত যে তিয়াসা,
জাগিল মধুগনেতে বাড়াল পিয়াসা।
উতলা করেছে মোরে আমারই ভালোবাসা—
অনুরাগে প্রেম-সলিলে ডুব দিয়েছি আমি,
শোনো গো মধুর হাওয়া, প্রেম করেছি আমি।।
দহনবেলাতে আমি প্রেমের তাপসী,
বরষাতে প্রেমধারা শরতের শশী।
রচি গো হেমন্তে মায়া, শীতেতে উদাসী,
হয়েছি বসন্তে আমি বাসনা-বিলাসী
শোনো গো মদির হাওয়া, প্রেম করেছি আমি।।
কথা : মীরা দেববর্মণ
সুর ও শিল্পী: শচীন দেববর্মণ
মীরা দেববর্মণ (মার্চ ১৯১৯ – ১৫ অক্টোবর ২০০৭) জন্মেছিলেন বাংলাদেশের কুমিল্লায় ১৯১৯ খ্রিষ্টাব্দের মার্চ মাসে। মীরা হচ্ছেন বাংলার একজন খ্যাতনামা গীতিকার এবং সঙ্গীত শিল্পী। তিনি বাংলার বিখ্যাত সুরকার শচীন দেববর্মণের স্ত্রী এবং রাহুল দেববর্মণের মাতা। তাঁর উল্লেখযোগ্য গান গুলো হলো ‘আজ দোল দিল কে’ (১৯৪৬), ‘তুম হ বড়ে চিতচোর’ (১৯৪৬), ‘কেন হায় স্বপ্ন ভাঙ্গার আগে’ (১৯৪৯), ‘কালি বদরিয়া ছা গয়ে, ডালি ডালি ফুল’ (১৯৪৮), ‘কে দিল ঘুম ভাঙ্গায়ে’ (১৯৪৯) ইত্যাদি।