শোনো গো দখিন হাওয়া, প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে নেশা,

শোনো গো দখিন হাওয়া, প্রেম করেছি আমি,
লেগেছে চোখেতে নেশা, দিক ভুলেছি আমি।
মনেতে লুকানো ছিল সুপ্ত যে তিয়াসা,
জাগিল মধুগনেতে বাড়াল পিয়াসা।
উতলা করেছে মোরে আমারই ভালোবাসা—
অনুরাগে প্রেম-সলিলে ডুব দিয়েছি আমি,
শোনো গো মধুর হাওয়া, প্রেম করেছি আমি।।

দহনবেলাতে আমি প্রেমের তাপসী,
বরষাতে প্রেমধারা শরতের শশী।
রচি গো হেমন্তে মায়া, শীতেতে উদাসী,
হয়েছি বসন্তে আমি বাসনা-বিলাসী
শোনো গো মদির হাওয়া, প্রেম করেছি আমি।।

কথা : মীরা দেববর্মণ
সুর ও শিল্পী: শচীন দেববর্মণ

আরো পড়ুন:  খুলিয়া কুসুমসাজ শ্রীমতী যে কাঁদে

Leave a Comment

error: Content is protected !!