কে যাস রে ভাটি গাঙ বাইয়া, আমার ভাইধনরে কইও—নাইওর নিতো

কে যাস রে ভাটি গাঙ বাইয়া
আমার ভাইধনরে কইও—নাইওর নিতো বইল্যা।
বছরখানি ঘুইর‍্যা গেল, গেল রে,
ভাইয়ের দেখা পাইলাম না, পাইলাম না।
কইলজা আমার পুইড়া গেল, গেল রে,
ভাইয়ের দেখা পাইলাম না, পাইলাম না।
ছিলাম রে কতই আশা লইয়া।
ভাই না আইল—গেল গেল রথের মেলা চইল্যা।।

প্রাণ কান্দে, কান্দে—প্রাণ কান্দেরে,
নয়ন ঝরে ঝরে—নয়ন ঝরে রে—
পোড়া মন রে বুঝাইলে বুঝে না।
সুজন মাঝি রে ভাইরে কইও গিয়া—
না আসিলে স্বপনেতে দেখা দিত বইল্যা।।

সিন্দুরিয়া মেঘ উইড়া আইল রে,
ভাইয়ের খবর আনল না, আনল না।
ভাটির চরের নৌকা ফিরা আইল রে,
ভাইয়ের খবর আনল না, আনল না।
নিদয় বিধিরে! তুই সদয় হইয়া ভাইরে আইন্যো,
নইলে আমার পড়ান যাবে জ্বইল্যা।।

কথা : মীরা দেববর্মণ
সুর : শিল্পী
শিল্পী: শচীন দেববর্মণ

আরো পড়ুন:  রাতের আতরে ভিজাইয়া আদরে কেন বঁধূ দূরে যায়? চাতুরিতে ভুলেছিলাম

Leave a Comment

error: Content is protected !!