রাঙা গাঙ বা বড় গাঙ নদী বাংলাদেশের সিলেট জেলার নদী

ভূমিকা: রাঙা গাঙ বা বড় গাঙ নদী বাংলাদেশের সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ১১ কিলোমিটার এবং প্রস্থ ৫০ মিটার। নদীটি রাঙপানি নদীর বাম তীরের একটি শাখা।

প্রবাহ:

রাঙা গাঙ রাঙপানি নদীর বাওঁ হাওড় থেকে উৎপত্তি লাভ করেছে এবং ভিত্রিখেল এলাকায় জাতীয় মহাসড়ক এন২ বা সিলেট-তামাবিল মহাসড়ক অতিক্রম করেছে। নদীটি আরো কিছুদূর প্রবাহিত হয়ে দক্ষিণ কামরাঙ্গিখেল গ্রামে সারি নদীতে পতিত হয়েছে। মূলত এটি রাঙপানি এবং সারি নদীর সংযোগ নদী।

আরো পড়ুন:  সুরমা নদী বাংলাদেশ ও আসামের একটি আন্তঃসীমান্ত নদী

Leave a Comment

error: Content is protected !!