স্মৃতিচারণ

কত কাল ভুলে ছিলাম জানিনা, চকচকে পথ ধরে
আধো নগরায়নে গড়ে ওঠা আমার শহর,
রেলের ধুসর পাথরের পাশ ঘেঁষে নীরবে ঘুমিয়ে আছে
আমার পরিচিত এক কালের গরিব ভূমি।

এখন কংক্রিটের ঢেউ এনে দিয়েছে ধনী আগন্তুক,
তাদের ইমারতে স্থির জলাশয় হয়ে টলটলে থাকে স্মৃতি,
ধূসর পাথরে পড়ে থাকা শ্যাওলার মতো মলিন হয়েছে
তোমার প্রতি আমার আজকের প্রেম।

জগতের যে চমৎকার গাছটি ছিলো তোমার বুকে,
সে এখনও হাতছানি দিয়ে ইশারায় ডাকে,
কিন্তু এই পরিবর্তনের আকাশে আমার সঙ্গী হয়ে থাকে
অস্ত্রে সজ্জিত পোষাক আর লাল নিশান।

আমি এখন অনেক দূরে;
শুধু চোখে জীর্ণতা মুক্তির স্বপ্ন নিয়ে
ছন্ন ছাড়া হয়ে বসত করি অনেকের মাঝে,
আমার দেশ নেই,নেই কোনো আধো নগরায়ন।

২০১১
নওমহল, ময়মনসিংহ

চিত্রের ইতিহাস: কবিতায় ব্যবহৃত অংকিত চিত্রটি ভিনসেন্ট ভ্যান গগ (৩০ মার্চ ১৮৫৩ – ২৯ জুলাই ১৮৯০) আঁকা চিত্র আর্লেস হাসপাতালের ফুল বাগান (Garden of the Hospital in Arles)। শিল্পী চিত্রটি আঁকেন এপ্রিল ১৮৮৯ সালে।

বিশেষ দ্রষ্টব্য: কবিতাটি আমার [দোলন প্রভা] রচিত মনন পাবলিকেশন ঢাকা থেকে ২০১৭ সালে প্রকাশিত স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে  কবিতাগ্রন্থের ১১ পৃষ্ঠা থেকে নেয়া হয়েছে এবং রোদ্দুরেতে প্রকাশ করা হলো।

আরো পড়ুন:  রুপালী সভ্যতার সুর

Leave a Comment

error: Content is protected !!