আমি জেনেছি, তুমি খুঁজছো ভিন্ন আলো
যে আলোয় চোখ পুড়ে যাবে কারো,
আমি দেখেছি, তুমি হাঁটছো ভিন্ন পথে
যে পথ দেখে কিছু ভীরু পালাচ্ছে দূরে,
আমি শুনেছি, তোমার মুখে অচেনা ধ্বনি
সে ধ্বনি অবাক করে সবার চিত্ত বিপণি।
আমিও চাই তোমার সাথে হাঁটতে
তোমার ভিন্ন আলোয় নিজেকে দেখতে,
এগিয়ে চলার মানেটাকে খুঁজতে
পিছু টানার শেকলটাকে খুলে ফেলতে।
তুমি কাগজের মতো ঝামেলাকে পোড়াও আগুনে,
তুমি নাকি বিদ্রোহ করবে সুর ব্যবসায়ির সাথে,
পৃথিবীর সুর যারা কেড়ে নিতে হাত বাড়িয়েছে
ভেঙে ফেলতে চাও সেই সব নির্মাণকে,
মানুষের স্বপ্নের ফুল এখনো অযত্নে চাপা পড়ে আছে
যে কলিরা ফুটে নি ‘পারবে কি তাকে এই অকালে ফোঁটাতে’।
তাইতো তোমার পথে রুদ্ধতা আনতে চায় তারা,
যারা বাঁধতে পারেনি তোমার সাথে বীণার তার,
আমিও তোমার সাথে হাঁটতে চাই দীর্ঘপথ ধরে,
ঝামেলাগুলোকে পোড়াতে চাই আগুন হয়ে।
২৬ জুলাই, ২০১৩
ময়মনসিংহ
চিত্রের ইতিহাস: কবিতায় ব্যবহৃত অংকিত চিত্রটি ভিনসেন্ট ভ্যান গগ (৩০ মার্চ ১৮৫৩ – ২৯ জুলাই ১৮৯০) আঁকা চিত্র একটি উপত্যকা (A Meadow in the Mountains: Le Mas de Saint-Paul / Wheat fields in a mountainous landscape)। শিল্পী চিত্রটি আঁকেন ডিসেম্বর ১৮৮৯ সালে।
বিশেষ দ্রষ্টব্য: কবিতাটি আমার [দোলন প্রভা] রচিত মনন পাবলিকেশন ঢাকা থেকে ২০১৭ সালে প্রকাশিত স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে কবিতাগ্রন্থের ২০ পৃষ্ঠা থেকে নেয়া হয়েছে এবং রোদ্দুরেতে প্রকাশ করা হলো।
জন্ম ৮ জানুয়ারি ১৯৮৯। বাংলাদেশের ময়মনসিংহে আনন্দমোহন কলেজ থেকে বিএ সম্মান ও এমএ পাশ করেছেন। তাঁর প্রকাশিত প্রথম কবিতাগ্রন্থ “স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে” এবং যুগ্মভাবে সম্পাদিত বই “শাহেরা খাতুন স্মারক গ্রন্থ”। বিভিন্ন সাময়িকীতে তাঁর কবিতা প্রকাশিত হয়েছে। এছাড়া শিক্ষা জীবনের বিভিন্ন সময় রাজনৈতিক ও সাংস্কৃতিক কাজের সাথে যুক্ত ছিলেন। বর্তমানে রোদ্দুরে ডট কমের সম্পাদক।