শ্রমপাড়া জেগে ওঠো

পরিচিত দম আটকানো ছায়ায় ঢেকে আছে
আমাদের প্রিয় যে ভূমিখানা,
তার স্বপ্নগুলো ডুবে মরছে
টিনের কৌটার মতো পুঁজির নর্দমায়।
শ্রমপাড়ায় ঘুমিয়ে আছে সেই প্রিয় মানুষেরা
যারা স্বপ্ন দেখেছিলো অসীম প্রিয় গ্রহটিকে নিয়ে।

দুর্ভিক্ষ দুয়ারে এসেছে, এখনো ঘুমাও কেন শ্রমপাড়া!
হতাশার সময় নয় এখন;
চোখগুলোকে শাসন করে বলো,
ম্লান দৃষ্টিতে তাকাবার সময় নেই আর,
বৈশাখী ঝড়ের মত উদ্দামতা নিয়ে;—
জেগে ওঠো।

দিগন্তে উঁকি দিচ্ছে পলাশ রাঙা দীপ্তিময় সূর্য
রাশি রাশি শক্তি নিয়ে,
তাই জেগেছে রক্ত কণিকারা লড়াইয়ের জন্য
প্রস্তুত আমরা এখন, নেতৃত্ব চাইছি তোমার।

২৯ সেপ্টেম্বর, ২০১৩,
ময়মনসিংহ

চিত্রের ইতিহাস: কবিতায় ব্যবহৃত অংকিত চিত্রটি ভিনসেন্ট ভ্যান গগ (৩০ মার্চ ১৮৫৩ – ২৯ জুলাই ১৮৯০) আঁকা চিত্র আনিয়েরের কারখানা (The Factory at Asnieres)। শিল্পী চিত্রটি আঁকেন মার্চ ১৮৮৭ সালে।

বিশেষ দ্রষ্টব্য: কবিতাটি আমার [দোলন প্রভা] রচিত মনন পাবলিকেশন ঢাকা থেকে ২০১৭ সালে প্রকাশিত স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে  কবিতাগ্রন্থের ২৪ পৃষ্ঠা থেকে নেয়া হয়েছে এবং রোদ্দুরেতে প্রকাশ করা হলো।

আরো পড়ুন:  আমরা যাবো

Leave a Comment

error: Content is protected !!