পেয়ালা

হাজার হাজার মানুষ ভেসে যাচ্ছে ব্যস্ত কংক্রিটের নির্মাণে
রক্তাক্ত শব্দ দিয়ে আমরা ক’জন গড়ছি কুঁড়েঘর,
রাস্তার পাশের উষ্ণ পেয়ালা প্রতিদিন ছুঁয়ে যায় যে ঠোঁট
চুমুকে চুমুকে সেই ঠোঁটে ফুটে চলছে মুক্তির ফুলগুলো।

বিধস্ত নগরীতে খারাপ সময় একা আসেনি
নিয়ে এসেছে সঙ্গে পাঁজর ভাঙা আইন,
তিক্ততা নিয়ে আমাদের বেঁচে থাকার স্বাদ হয়ে গেছে
সীমান্তে চাষ করা ছাঁচি লাউয়ের মত।

শিস দিয়ে যে বালক পথকে ডেকে তোলে
তার ইঙ্গিত পেয়ালায় নেশার ফোয়ারায় ভরিয়ে দেয়,
খাপ ছাড়া চিন্তা ভুল থেকে শেখা জ্ঞানটুকুকে ভাসিয়ে
ধীরে ধীরে নিয়ে যায় আমাদের গভীর মনোযোগের প্রান্তে।

৬ অক্টোবর, ২০১৩
ময়মনসিংহ

চিত্রের ইতিহাস: কবিতায় ব্যবহৃত অংকিত চিত্রটি ভিনসেন্ট ভ্যান গগ (৩০ মার্চ ১৮৫৩ – ২৯ জুলাই ১৮৯০) আঁকা চিত্র প্যারিসের শহরতলিতে (On the outskirts of Paris, near Montmartre)। শিল্পী চিত্রটি আঁকেন মার্চ ১৮৮৭ সালে।

বিশেষ দ্রষ্টব্য: কবিতাটি আমার [দোলন প্রভা] রচিত মনন পাবলিকেশন ঢাকা থেকে ২০১৭ সালে প্রকাশিত স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে  কবিতাগ্রন্থের ২৫ পৃষ্ঠা থেকে নেয়া হয়েছে এবং রোদ্দুরেতে প্রকাশ করা হলো।

আরো পড়ুন:  ভূমি থেকে কৃষিজীবী জনগণের উচ্ছেদ

Leave a Comment

error: Content is protected !!