তুমি মৃত জেনেও

তুমি যে নগরীতে আছো তা বহু আগে ক্ষয়ে গেছে
ধূসর হতে হতে আজ সে বিন্দুসম,
আমি তোমাকে বলেছিলাম;—এসো একবার,
নিরস জীবন থেকে আড়মোড়া ভেঙে এসো,
তোমার একাকীত্বের শিকল ছিঁড়ে এসো,
নিষ্ঠুর ভূমিতে টিকে থাকার মায়া ছেড়ে এসো।

কোনো এক নিবিড় নিরব বনে জ্যোস্না বিছানো মাটিতে
শুয়ে আমরা দেখব শেষ রাতের শুকতারা,
সমুদ্রের গভীর থেকে ধেয়ে আসা নীলাভ অন্ধকারে
আমরা বহুদূর হেঁটে পায়ের ছাপ রাখব।

১ নভেম্বর, ২০১৩

চিত্রের ইতিহাস: কবিতায় ব্যবহৃত অংকিত চিত্রটি ভিনসেন্ট ভ্যান গগ (৩০ মার্চ ১৮৫৩ – ২৯ জুলাই ১৮৯০) আঁকা চিত্র দুপুরের বিশ্রাম (Noon – Rest from Work (after Millet))। শিল্পী চিত্রটি আঁকেন  ১৮৯০ সালে।

বিশেষ দ্রষ্টব্য: কবিতাটি আমার [দোলন প্রভা] রচিত মনন পাবলিকেশন ঢাকা থেকে ২০১৭ সালে প্রকাশিত স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে  কবিতাগ্রন্থের ৩১ পৃষ্ঠা থেকে নেয়া হয়েছে এবং রোদ্দুরেতে প্রকাশ করা হলো।

আরো পড়ুন:  সম্পর্ক

Leave a Comment

error: Content is protected !!