স্বপ্নবাজ বীর

আমরা পাশাপাশি দাঁড়িয়ে অশান্ত গ্রহের মাঝে,
এখানে জীবনের স্বপ্নকে গ্রাস করে
নকল সুখের মরীচিকারাশি।
চিন্তার বিশাল জগতকে আবদ্ধ করতে চায়
হতাশায় জড়িত ব্যর্থ নগরবাসি রূপে,
জুজুর ভয়ে মাথা নত হয় প্রেমিকেরা।

তবুও স্বপ্ন দেখে, জীবনকে বাঁচিয়ে রেখে,
ক্ষুদ্র নুড়ি নিয়ে নিত্য খেলা করা,
নুড়ির নিচে বাড়তে থাকে স্বপ্ন,
জমতে থাকে সুপ্ত শক্তিরা।
পথ ভুলানো মরীচিকাকে পরাজিত করে বীরেরা
যখন আসে ডাঙার মাটি ছুঁতে,
নিঃশ্চুপ প্রেমিকেরা তখন মাথা তুলে
উষ্ণ রক্ত নিয়ে প্রতিবাদে জেগে ওঠে।

১৮ জুন, ২০১৪,
ময়মনসিংহ

চিত্রের ইতিহাস: কবিতায় ব্যবহৃত অংকিত চিত্রটি ভিনসেন্ট ভ্যান গগ (৩০ মার্চ ১৮৫৩ – ২৯ জুলাই ১৮৯০) আঁকা চিত্র মন্ত্রমার্ত্রে থেকে প্যারিসের দৃশ্য (View of Paris from Montmartre)। শিল্পী চিত্রটি আঁকেন  ১৮৮৬ সালে।

বিশেষ দ্রষ্টব্য: কবিতাটি আমার [দোলন প্রভা] রচিত মনন পাবলিকেশন ঢাকা থেকে ২০১৭ সালে প্রকাশিত স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে  কবিতাগ্রন্থের ৩৯ পৃষ্ঠা থেকে নেয়া হয়েছে এবং রোদ্দুরেতে প্রকাশ করা হলো।

আরো পড়ুন:  সমাজ বলতে মানুষের তৈরি এমন সংগঠনকে বোঝায় যা যুগ হতে যুগে পরিবর্তিত হয়

Leave a Comment

error: Content is protected !!