ব্যস্ত দিনের দরজা খুলে দাও
দেখ কেউ দাঁড়িয়ে আছে;—
তপ্ত রাস্তায় ঠাণ্ডা জলের বোতল নিয়ে,
তা দেখে তোমার কী অনুভুতি?
বর্ষায় দরজা খুলে দাও
দেখ কেউ প্রস্তুত করছে আহারের ভূমি
বুনছে টাটকা সবুজ চারা,
তা দেখে তোমার কী অনুভুতি?
শীতল ছোঁয়া নিতে দরজা খুলে দাও
দেখ কেউ ছুটে চলছে;—
তোমার উষ্ণ ভবন নির্মাণে,
তা দেখে তোমার কী অনুভুতি?
৯ নভেম্বর, ২০১৪
চিত্রের ইতিহাস: কবিতায় ব্যবহৃত অংকিত চিত্রটি ভিনসেন্ট ভ্যান গগ (৩০ মার্চ ১৮৫৩ – ২৯ জুলাই ১৮৯০) আঁকা চিত্র কিষাণ কিষাণির আলু রোপণ (Peasant and peasant-woman plnating potatoes)। শিল্পী চিত্রটি আঁকেন এপ্রিল ১৮৮৫ সালে।
বিশেষ দ্রষ্টব্য: কবিতাটি আমার [দোলন প্রভা] রচিত মনন পাবলিকেশন ঢাকা থেকে ২০১৭ সালে প্রকাশিত স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে কবিতাগ্রন্থের ৪৭ পৃষ্ঠা থেকে নেয়া হয়েছে এবং রোদ্দুরেতে প্রকাশ করা হলো।
জন্ম ৮ জানুয়ারি ১৯৮৯। বাংলাদেশের ময়মনসিংহে আনন্দমোহন কলেজ থেকে বিএ সম্মান ও এমএ পাশ করেছেন। তাঁর প্রকাশিত প্রথম কবিতাগ্রন্থ “স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে” এবং যুগ্মভাবে সম্পাদিত বই “শাহেরা খাতুন স্মারক গ্রন্থ”। বিভিন্ন সাময়িকীতে তাঁর কবিতা প্রকাশিত হয়েছে। এছাড়া শিক্ষা জীবনের বিভিন্ন সময় রাজনৈতিক ও সাংস্কৃতিক কাজের সাথে যুক্ত ছিলেন। বর্তমানে রোদ্দুরে ডট কমের সম্পাদক।