ক্ষত

আমি দিনের কড়া রোদে টই টই করে ঘুরেছি দিকে দিকে,
গিয়েছি শক্ত মাটির মাঠে যার বুক চিরে লাঙল চলে,
উনুনের পাশে দাঁড়িয়ে দেখেছি মাতৃ হৃদয় ফুটন্ত হাড়িতে কাঁদে,
পাশেই দেখেছি কীভাবে কোমল হাত বিক্রি হয় ইট ভাঙার কাজে,
বস্তি ঘুরে ঘুরে দেখেছি ছিনিয়ে নিতে জীবিকার শেষটুকু,
সভ্যতার সভ্য দালানের দেয়ালে লেপটে আঁকা যে ক্ষত,
সে ছবি কষ্ট হয়ে কাঁটার মতো কাতরে উঠেছে মহাকালের বুকে,
আমি কষ্টের গভীরতা ছুঁয়ে বেদনাকে শুষে নিতে চাই আলতো হাতে,
মধুর রাতই খুব সৌখিনভাবে বেদনার পরিসীমা জ্বালিয়ে রাখে
মিটিমিটি জোনাকির মতো।

২৩ ফেব্রুয়ারি,২০১৫
ময়মনসিংহ

চিত্রের ইতিহাস: কবিতায় ব্যবহৃত অংকিত চিত্রটি ভিনসেন্ট ভ্যান গগ (৩০ মার্চ ১৮৫৩ – ২৯ জুলাই ১৮৯০) আঁকা চিত্র প্রথম পদক্ষেপ (First Steps, after Millet)। শিল্পী চিত্রটি আঁকেন জানুয়ারি ১৮৯০ সালে।

বিশেষ দ্রষ্টব্য: কবিতাটি আমার [দোলন প্রভা] রচিত মনন পাবলিকেশন ঢাকা থেকে ২০১৭ সালে প্রকাশিত স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে  কবিতাগ্রন্থের ৪৯ পৃষ্ঠা থেকে নেয়া হয়েছে এবং রোদ্দুরেতে প্রকাশ করা হলো।

আরো পড়ুন:  স্মৃতিচারণ

Leave a Comment

error: Content is protected !!