নেত্রকোণায় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের শিক্ষা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

৫৭তম শিক্ষাদিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন নেত্রকোনা শহর সংসদের উদ্যোগে আগ্রাসী শিক্ষার দৈন্যদশায় শিক্ষক ও শিক্ষার্থীদের করণীয় শীর্ষক আলোচনা সভা ও মঞ্চ নাটক অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০১৯ নেত্রকোনা উচ্চ বিদ্যালয়ের হল কক্ষে শহর সংসদের সহ-সভাপতি মান্না খান জনি’র সভাপতিত্বে ও তাজিম রহমান রাকিবের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা সংসদের অন্যতম নেতা আবুবকর সিদ্দিকী নাদিম, সভাপতি মিঠুন শর্মা, সাধারণ সম্পাদক পার্থ প্রতিম সরকার, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মতীন্দ্র সরকার, মার্কসবাদী তাত্ত্বিক অনুপ সাদি ও সাবেক ছাত্র ইউনিয়ন নেতা নূর উজ্জামান।

সভায় বক্তারা বলেন, মহান শিক্ষা দিবসের ৫৭ বছর পরেও দেশে বৈষম্যমূলক শিক্ষা ব্যবস্থা বিদ্যমান। বৈষম্যমূলক শিক্ষা ব্যবস্থা রেখে একটি জাতি কখনোই আত্মনির্ভরশীল জাতি হিসাবে পৃথিবীর বুকে মাথা তুলে দাড়াতে পারেনা। স্বাধীনতা ৪৮ বছরেও আমরা এখনো আমাদের কাঙ্খিত কোন শিক্ষানীতি পাইনি। বরং বর্তমান শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের ভোগবাদী ও সুবিধাবাদী হিসাবে তৈরি করছে।

আলোচনাসভা শেষে সাবেক ছাত্র ইউনিয়ন নেতা নূর উজ্জামান ও শিক্ষাবিদ অধ্যাপক মতীন্দ্র সরকারকে উত্তুরীয় পড়িয়ে দেন জেলা সংসদের সভাপতি মিঠুন শর্মা ও শহর ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি মান্না খান জনি। পরে স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে শূন্যের সার্কাস নামে একটি নাটক মঞ্চস্থ হয়।

আরো পড়ুন:  তৃতীয় কমিউনিস্ট আন্তর্জাতিকের শতবর্ষ উদযাপন কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

Leave a Comment

error: Content is protected !!