তুমি এক নক্ষত্র

(ফিদেল ক্যাস্ত্রোর প্রতি)

আজ রাতে করুণ ছন্দগুলো চারপাশে ভিড় করবে যদিও
তারপরও ভালোবাসি তোমার রেখে যাওয়া দিনগুলোকে,
তোমাকে ভালবেসেছি বলে ভালো লাগে স্রোতের বিপরীতে চলা,
ভালো লাগে কড়া রোদে শ্রমিকের সাথে নিজেকে মেশাতে,
পিচঢালা পথের মিছিলে এক পা, দু’পাকে হাজারো পায়ে মেলাতে,
ফেলে আসা ভুল থেকে নতুন করে পথ চলা শিখতে,
তোমার কঠিন ছোঁয়া রেখে গেছো ব্যস্ত মানুষের ভিড়ে।

২৬ নভেম্বর, ২০১৬
হুগলীপাড়া, পার্বতীপুর

চিত্রের ইতিহাস: কবিতায় ব্যবহৃত চিত্রটি উইকি কমন্স থেকে নেওয়া। আলোকচিত্রির নাম অজানা ছবির নাম কিউবায় চের মার্চ (This photo was taken on March 5, 1960, in Havana, Cuba, at a memorial service march for victims of the La Coubre explosion)। ছবিটি  ৫ মার্চ, ১৯৬০ সালে তোলা।

বিশেষ দ্রষ্টব্য: কবিতাটি আমার [দোলন প্রভা] রচিত মনন পাবলিকেশন ঢাকা থেকে ২০১৭ সালে প্রকাশিত স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে  কবিতাগ্রন্থের ৫৭ পৃষ্ঠা থেকে নেয়া হয়েছে এবং রোদ্দুরেতে প্রকাশ করা হলো।

আরো পড়ুন:  তুমি মৃত জেনেও

Leave a Comment

error: Content is protected !!