কবিতা

শহরে রাত নেমেছে হতাশা মৃত্যু পরাজয়কে বুকে নিয়ে
কেড়ে নিতে চায় আলো ভরা সোনালী মুখগুলো,
যারা ঘরমুখো আছো, যাও নিজ গৃহে স্নেহ মাখা পরশ নিতে,
আমি না হয় জেগে থাকি পেঁচার মত নির্ঘুম রাস্তায়।

সামরিক সীমান্ত প্রহরীর মতো আমার হাতে নেই কোনো অস্ত্র,
ঝুড়িতে নেই কোনো স্বপ্ন যা তোমায় মিথ্যে জাগিয়ে রাখবে,
এই রাতে আমার পাশে এলোমেলো শব্দেরা দিশেহারা সঙ্গী হয়ে আসে;
তারা চায় এক উষ্ণ বুক,যেখানে ঠাঁই নিয়ে রচনা করবে কবিতা।

উষ্ণ বুকে আলিঙ্গনের পরশ নিয়ে আমি নিবিড় গভীরভাবে
তৈরি হচ্ছি মৃদু ঢেউয়ের ঝংকারে প্রেমের সরু পথকে সাজাতে,
এই রাতে কলঙ্কতে ভাসবো বলে সর্বনাশের আশায় আমি জাগি,
যদি এই বেলা যত্ন করে রাখি তোমার সব থেকে প্রিয় সুখ,
তবে ওবেলা তুমি এনে দিও প্রজাপতির ডানা ভরিয়ে
হাজারো রঙের রাঙা ভোর।

৩১ ডিসেম্বর, ২০১৬
হুগলীপাড়া, পার্বতীপুর, দিনাজপুর।

চিত্রের ইতিহাস: কবিতায় ব্যবহৃত অংকিত চিত্রটি ভিনসেন্ট ভ্যান গগ (৩০ মার্চ ১৮৫৩ – ২৯ জুলাই ১৮৯০) আঁকা চিত্র বৌলগ্নেতে পথচারী (Walker in Bois de Boulogne)। শিল্পী চিত্রটি আঁকেন  ১৮৮৬ সালে।

বিশেষ দ্রষ্টব্য: কবিতাটি আমার [দোলন প্রভা] রচিত মনন পাবলিকেশন ঢাকা থেকে ২০১৭ সালে প্রকাশিত স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে  কবিতাগ্রন্থের ৫৮ পৃষ্ঠা থেকে নেয়া হয়েছে এবং রোদ্দুরেতে প্রকাশ করা হলো।

Leave a Comment

error: Content is protected !!