উর্বর

যুগের বণিকেরা ইতিহাসকে ঝোলায় ঢুকিয়ে
সময়ের সঞ্চয় নিয়ে গতিশীল ট্রেনের মতো
ছুটে যায় এক যুগ থেকে আরেক যুগে,
এসবের মাঝে হারায় চেনা রং,
চেনা ছোঁয়া,ছুঁয়ে দেওয়া স্মৃতি,
প্রেমিকের প্রেম,অবসর দিন,
অলস দুপুরে বয়ে যাওয়া হাওয়া,
হারায় চেনা ক্ষণে কৃষকের ভূমি,
গড়ে ওঠা কলে পুঁজি কালের শ্রম।

হারিয়ে যাওয়া সব যখন পুড়ে ছাই
তখনও পোড়া ভূমি সক্ষম থাকে
একটি সবুজ পাতার জন্ম দিতে।

১৫ এপ্রিল, ২০১৭
নীলসাগর এক্সপ্রেস,পার্বতীপুরের পথে।

চিত্রের ইতিহাস: কবিতায় ব্যবহৃত অংকিত চিত্রটি ভিনসেন্ট ভ্যান গগ (৩০ মার্চ ১৮৫৩ – ২৯ জুলাই ১৮৯০) আঁকা চিত্র এন্ডহোভেনে পুরনো রেলস্টেশন (The old train station in Eindhoven)। শিল্পী চিত্রটি আঁকেন জানুয়ারি ১৮৮৫ সালে।

বিশেষ দ্রষ্টব্য: কবিতাটি আমার [দোলন প্রভা] রচিত মনন পাবলিকেশন ঢাকা থেকে ২০১৭ সালে প্রকাশিত স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে  কবিতাগ্রন্থের ৬০ পৃষ্ঠা থেকে নেয়া হয়েছে এবং রোদ্দুরেতে প্রকাশ করা হলো।

আরো পড়ুন:  স্মৃতিচারণ

Leave a Comment

error: Content is protected !!