সপ্রেম যত্নে অপরাজিতার লতা
জড়িয়ে ধরেছে গন্ধরাজ।
অপরাজিতার নীল ফুলে ফুলে লেখা
দোলন প্রভা অনুপ সাদি।
নীল ফুলগুলো বলছে
‘দোলন-অনুপ’ অপরাধী।
“রাজধানীতিতে হারিয়ে গেছে ওরা
প্রতিদিনের ট্রাফিক জ্যামে”?
ওরা পাঠায় না চিঠি উড়ন্ত মেঘের খামে
হৃদয়ের আদালতে আমরা হবো বাদী।
আকুয়া জুবিলী কোয়াটারের স্বর্গে
কি যে ভালো ছিলো,
ওরা ভুলে গেলো বেমালুম,
প্রেম-প্রীতি সৌহার্দ্যের মর্গে
ঠিক মতো আসে কি ওদের ঘুম!
শামসুল ফয়েজ সত্তর দশকের কবিদের মধ্যে অন্যতম। তীব্র বাস্তবতাবোধ, নাগরিক বৈদগ্ধ এবং জীবনাকাঙ্খা তারঁ কবিতার প্রধান উপাদান। নগর মানুষের যান্ত্রিক আচরণ তার মধ্যে দ্রোহের জন্ম দেয়। তার জন্ম ১৮ জানুয়ারি, ১৯৫৩ সালে মোজাহিদী লজ (মাতুল বাড়ি), জুবিলী কোয়ার্টার, আকুয়া, ময়মনসিংহে। তার প্রকাশিত কাব্যগ্রন্থগুলো হচ্ছে শামসুল ফয়েজের কবিতা (কাব্য সংকলন, ১৯৯৭), শোণিতে বিবিধ কোরাস (জুন ২০০৮), সময়ের ধ্রুপদ (২০০৮), মনে চায় শুক্কুর পাগলা হয়ে যাই (ডিসেম্বর ২০১১)।