বনে বনে বসন্ত আসে বকুলের গান যায় ছড়িয়ে শিরশিরে ফাল্গুনী হাওয়া হচ্ছে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি আধুনিক বাংলা গান। গানটি মাঝারি আকারের ১৪ লাইনের একটি গান। গানটিতে গীতিকার নিজেই সুরারোপ করেন এবং প্রথম রেকর্ডিংয়ে ১৯৫৮ সালে গেয়েছিলেন ইলা (বসু) চক্রবর্তী। গানটি গান ফুরালো জলসা ঘরে নামের এ্যালবামে প্রকাশিত হয়।
অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের এই গানটিতে আধুনিক বাংলা প্রেমের গানের প্রধান বৈশিষ্ট্যগুলো ফুটে উঠেছে। গানটি দুজনের মিলনের আকাঙ্ক্ষাকে কাব্যিকভাবে ফুটিয়ে তুলেছে। আকাঙ্ক্ষার মানুষটির প্রতীক্ষায় দিন বয়ে যাওয়ার কাব্যিক রূপ গানটির একটি দিক। যদিও গানটিতে যেসব উপমা আর রুপক ব্যবহার করা হয়েছে সেগুলো বহুল ব্যবহৃত।
গানটি শিশির চক্রবর্তী সংকলিত পত্রভারতী কলকাতা প্রকাশিত দ্বিতীয় মুদ্রণ ডিসেম্বর ২০১৮পাঁচদশকের আধুনিক বাংলা গানের গীতবিতান এ শুধু গানের দিন গ্রন্থের ৬৭ পৃষ্ঠায় প্রকাশিত রয়েছে।
বনে বনে বসন্ত আসে গানটির গানের কথা
বনে বনে বসন্ত আসে
বকুলের গান যায় ছড়িয়ে,
শিরশিরে ফাল্গুনী হাওয়া
কত মন দেয় রঙে রঙে ভরিয়ে।
শুধু আমার এ দিন যায় রাত যায়
ওগাে তােমার আসার আশায়।
ঝরাে ঝরাে বকুলেরা ঝরেছে
এ ভুবন কে আকুল করেছে,
আজ ভ্রমর দোসর তার খুজে পায়।।
কত আশাভরা এই মধুলগ্ন
আজ সফল হয়েছে কত স্বপ্ন।
কত মনে গুঞ্জন ওঠে আজ
বনে বনে কত ফুল ফোটে আজ,
মেলে সাগর নদীতে দূর মােহানায়।।
বনে বনে বসন্ত আসে গানটি ইউটিউবে শুনুন
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক, কবি, প্রাবন্ধিক, গবেষক ও চিন্তাবিদ। তাঁর প্রথম কবিতার বই পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি প্রকাশিত হয় ২০০৪ সালে। তাঁর মোট প্রকাশিত গ্রন্থ ১২টি। সাম্প্রতিক সময়ে প্রকাশিত তাঁর সমাজতন্ত্র ও মার্কসবাদ গ্রন্থ দুটি পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ২০১০ সালে সম্পাদনা করেন বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা নামের একটি প্রবন্ধগ্রন্থ। তিনি ১৬ জুন, ১৯৭৭ তারিখে জন্মগ্রহণ করেন। তিনি লেখাপড়া করেছেন ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ পাস করেন।