একটা ফুলকির জন্যে

একটা কথায় ফুলকি উড়ে শুকনো ঘাসে পড়বে কবে
সারা শহর উথাল পাথাল, ভীষণ রাগে যুদ্ধ হবে
কাটবে চিবুক চিড় খাবে বুক
লাগাম কেড়ে ছুটবে নাটক
শুকনো কুয়োয় ঝাঁপ দেবে সুখ
জেলখানাতে স্বপ্ন আটক
একটা ব্যথা বর্শা হয়ে মৌচাকেতে বিঁধবে কবে
সারা শহর রক্তলহর আশ মিটিয়ে যুদ্ধ হবে
ছিঁড়বে মুখোশ আগ্নেয় রোষ
জ্বলবে আগুন পুতুল নাচে
ভাঙবে গরাদ তীব্র সাহস
অনেক ছবি টুকরো কাচে
একটা কুঁড়ি বারুদগন্ধে মাতাল করে ফুটবে কবে
সারা শহর উথাল পাথাল ভীষণ রাগে যুদ্ধ হবে।

বিশেষ দ্রষ্টব্য: নবারুণ ভট্টাচার্যের কাব্যগ্রন্থ ‘এই মৃত্যু উপত্যকা আমার দেশ না’-এর ১৬ পৃষ্ঠা থেকে নেয়া হয়েছে।

আরো পড়ুন:  জল সইতে

Leave a Comment

error: Content is protected !!