পেটকী নদী বাংলাদেশের পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার একটি নদী

পেটকী নদী বা পেটকি নদী (ইংরেজি: Petki River) বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য প্রায় ৬ কিলোমিটার, গড় প্রস্থ ১১ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা “পাউবো” কর্তৃক পেটকী নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর-পশ্চিমাঞ্চলের নদী নং ৭৩। নদীটিতে জোয়ার ভাঁটার প্রভাব থাকে না। পেটকী নদী মূলত নাগর নদীর উপনদী যা নাগর নদীর বাম তীরে এসে মিলিত হয়েছে।

প্রবাহ: পেটকী নদীটি পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের দারখোর এলাকার নিম্নভূমি থেকে উৎপত্তি লাভ করেছে। এখান থেকে নদীটি কাটালি, ছেপড়াঝাড়, তোড়িয়া পেরিয়ে বোধগাঁও গ্রামে নাগর নদীতে পতিত হয়েছে।

পেটকী নদীতে সারা বছর পানি প্রবাহ থাকে না, তবে বর্ষা মৌসুমে যথেষ্ট পানি প্রবাহিত হয়। বর্ষায় নদীতে স্রোতধারা বৃদ্ধি পেলেও তীরবর্তী এলাকা যেমন বন্যাকবলিত হয় না, তেমনি ভাঙনের আলামত পরিদৃষ্ট হয় না। শুষ্ক মৌসুমে পানির প্রবাহ মারাত্মক কমে যায়। পলির প্রবাহে এ নদীর তলদেশ ক্রমশ ভরাট হয়ে যাচ্ছে এবং প্রবাহের মাত্রাও অতীতের তুলনায় দিন দিন হ্রাস পাচ্ছে।

এই নদীর তীরে ছাওবাড়িহাট, কালিগঞ্জহাট, হাতগাঙপাড়াহাট এবং কিশোরীহাট অবস্থিত। এই নদী অববাহিকায় সেচের জন্য কোনো জল সংরক্ষণ করা হয় না। এই নদীতে কোনো রেগুলেটর নেই বা কোনো বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নেই। নদীর উপর বোধগাঁওতে ২টি, ছেপড়াঝাড়ে ২টি এবং দারখোরে ১টি ব্রিজ আছে।

আলোকচিত্রের ইতিহাস: বোধগাঁও অঞ্চলের গুগল আর্থের পেটকী নদীর মোহনার এই স্ক্রিনশটটি গ্রহণ করেছেন অনুপ সাদি ১৭ ডিসেম্বর ২০২০ তারিখে।

তথ্যসূত্র

১. ম ইনামুল হক, বাংলাদেশের নদনদী, অনুশীলন ঢাকা, জুলাই ২০১৭, পৃষ্ঠা ১৬০।

Leave a Comment

error: Content is protected !!