বাঘমারা নদী (ইংরেজি: Bagmara River) বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের পঞ্চগড় জেলার আটোয়ারী এবং বোদা উপজেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য প্রায় ৮-৯ কিলোমিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। নদীটিতে জোয়ার ভাঁটার প্রভাব থাকে না। বাঘমারা নদী মূলত পাথরাজ নদীর উপনদী যা পাথরাজ নদীর ডান তীরে এসে মিলিত হয়েছে। এটি ধুলি ও পাথরাজ নদীর সংযোগ নদী।
প্রবাহ: বাঘমারা নদীটি পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের ত্রিশুলিয়া এলাকার ভুলুয়া নদীর বাম তীর থেকে উৎপত্তি লাভ করেছে। উৎপত্তিস্থল থেকে নদীটি কালমেঘ, বলরামপুর, কুরুলিয়া পার হয়ে মুজাবারনি এলাকায় জাতীয় মহাসড়ক ৫ অতিক্রম করে দক্ষিণ-পূর্বে প্রবাহিত হয়ে বোদা উপজেলায় প্রবেশ করে এবং কিছুদূর অগ্রসর হয়ে লখিমদ্বারে পাথরাজ নদীর ডান তীরে পতিত হয়েছে।
বাঘমারা নদীতে সারা বছর পানি প্রবাহ থাকে না, তবে বর্ষা মৌসুমে কিছুটা পানি প্রবাহিত হয়। বর্ষায় নদীতে স্রোতধারা বৃদ্ধি পেলেও তীরবর্তী এলাকা যেমন বন্যাকবলিত হয় না, তেমনি ভাঙনের আলামত পরিদৃষ্ট হয় না। শুষ্ক মৌসুমে পানির প্রবাহ মারাত্মক কমে যায়। পলির প্রবাহে এ নদীর তলদেশ ক্রমশ ভরাট হয়ে গেছে এবং প্রবাহের মাত্রাও অতীতের তুলনায় দিন দিন হ্রাস পেয়েছে।
এই নদীর তীরে দুটি ইট পোড়ানোর ভাটা আছে। এই নদী অববাহিকায় সেচের জন্য কোনো জল সংরক্ষণ করা হয় না। এই নদীতে কোনো রেগুলেটর নেই বা কোনো বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নেই। নদীর উপর জাতীয় মহাসড়ক ৫-এর জন্য ১টি ছাড়াও আরো ৪-৫টি ব্রিজ ও কালভার্ট আছে।
আলোকচিত্রের ইতিহাস: কুরুলিয়া অঞ্চলের গুগল আর্থের বাঘমারা নদীর প্রবাহপথের এই স্ক্রিনশটটি গ্রহণ করেছেন অনুপ সাদি ১৮ ডিসেম্বর ২০২০ তারিখে।
তথ্যসূত্র
১. নামহীন, বলরামপুর ইউনিয়নের তথ্য বাতায়ন, খাল ও নদী, লিংক: http://balarampurup.panchagarh.gov.bd/site/page/8f5700d3-18fd-11e7-9461-286ed488c766/খাল ও নদী
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক, কবি, প্রাবন্ধিক, গবেষক ও চিন্তাবিদ। তাঁর প্রথম কবিতার বই পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি প্রকাশিত হয় ২০০৪ সালে। তাঁর মোট প্রকাশিত গ্রন্থ ১২টি। সাম্প্রতিক সময়ে প্রকাশিত তাঁর সমাজতন্ত্র ও মার্কসবাদ গ্রন্থ দুটি পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ২০১০ সালে সম্পাদনা করেন বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা নামের একটি প্রবন্ধগ্রন্থ। তিনি ১৬ জুন, ১৯৭৭ তারিখে জন্মগ্রহণ করেন। তিনি লেখাপড়া করেছেন ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ পাস করেন।