ভূমিকা: চাকোয়া (বৈজ্ঞানিক নাম: Anogeissus acuminata) হচ্ছে এশিয়ার গ্রীষ্মমণ্ডলীয় দেশের ভেষজ উদ্ভিদ। এর পাতা, মূলে নানা ভেষজ গুণ আছে।
চাকোয়া-এর বর্ণনা:
পর্ণমোচী বৃক্ষ, প্রায় ৩৬ মিটার উঁচু, বাকল গাঢ় বাদামী, শাখা ঝুলন্ত, তরুণ শাখা কন্টক যুক্ত।
পত্র উপবৃত্তাকার থেকে ভল্লাকার, ৩.০-৮.৫ x ০.৮-৩.৭ সেমি, দীর্ঘাঘ্র, মূলীয় অংশ কীলকাকার, অখন্ড, শিরা ৫-৮টি, ধনুকাকার, স্বল্প রোমশ, বৃন্ত ১-৪ মিমি লম্বা, রোমশ।
পুষ্প বিন্যাস অক্ষীয় ও শীর্ষীয়, একল বা ২-৩ টি। শিরমঞ্জরী বিশিষ্ট, মঞ্জরী দন্ড সাধারণত ৪-৮ মিমি, কখনও ৬-২৫ মিমি, রোমশ।
মঞ্জরীপত্র ১-২ জোড়া, ভল্লাকার, ৩২ মিমি লম্বা, আতিরোমশ, পর্ণমোচী।
শিরমঞ্জরী ৮-১৭ মিমি ব্যাস বিশিষ্ট, হলুদ। বৃত্যংশ দন্ড সরু, ৩-৫ মিমি, মরচে রোমশ, বৃত্যংশ ৫টি, রোমশ বিহীন বা নিম্নাংশ রোমশ। পাপড়ি অনুপস্থিত।
পুংকেশর ১০ টি, পুংদন্ড ৩৪ মিলি লম্বা। গর্ভাশয়ের উর্ধ্বাংশ রোমশ, নিম্নাংশ রোমশ বিহীন, গর্ভদন্ত ৩-৪ মিমি লম্বা। ফল ৪ x ৪-৭ সেমি, পক্ষল।
আবাসস্থল ও বংশ বিস্তার:
চিরহরিৎ এবং অর্ধচিরহরিৎ অরণ্য। ফুল ও ফল ধারণ হয় ফেব্রুয়ারি থেকে এপ্রিল। বিস্তার হয় বীজ দ্বারা বংশ বিস্তার।
চাকোয়া-এর বিস্তৃতি:
ভারত, মায়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস ও ভিয়েতনাম। বাংলাদেশের চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম জেলায় পাওয়া যায়।
অর্থনৈতিক ব্যবহার ও গুরুত্ব: পাতা রঙের কাজে ব্যবহার করা হয় (Gamble, 1922)।
অন্যান্য তথ্য:
বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষের ৭ম খণ্ডে (আগস্ট ২০১০) চকোয়া প্রজাতিটির সম্পর্কে বলা হয়েছে যে, এদের শীঘ্র কোনো সংকটের কারণ দেখা যায় না; তবে অরণ্য ধ্বংসের কারণে বাংলাদেশে এর তথ্য অপর্যাপ্ত।
বাংলাদেশে চকোয়া সংরক্ষণের জন্য কোনো পদক্ষেপ গৃহীত হয়নি। প্রজাতিটি সম্পর্কে প্রস্তাব করা হয়েছে যে ও মাঠ পর্যায়ে জিন ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে নার্সারীতে চারা উৎপাদন করে চাষাবাদ করা প্রয়োজন।
তথ্যসূত্র:
১. এম কে মিয়া (আগস্ট ২০১০) “অ্যানজিওস্পার্মস ডাইকটিলিডনস” আহমেদ, জিয়া উদ্দিন; হাসান, মো আবুল; বেগম, জেড এন তাহমিদা; খন্দকার মনিরুজ্জামান। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। খন্ড ৭ম, পৃষ্ঠা ২৩৬-২৩৭। আইএসবিএন 984-30000-0286-0
বি. দ্র: ব্যবহৃত ছবি Useful Tropical Plants থেকে নেওয়া হয়েছে। আলোকচিত্রীর নাম: Jayesh Pail
জন্ম ৮ জানুয়ারি ১৯৮৯। বাংলাদেশের ময়মনসিংহে আনন্দমোহন কলেজ থেকে বিএ সম্মান ও এমএ পাশ করেছেন। তাঁর প্রকাশিত প্রথম কবিতাগ্রন্থ “স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে” এবং যুগ্মভাবে সম্পাদিত বই “শাহেরা খাতুন স্মারক গ্রন্থ”। বিভিন্ন সাময়িকীতে তাঁর কবিতা প্রকাশিত হয়েছে। এছাড়া শিক্ষা জীবনের বিভিন্ন সময় রাজনৈতিক ও সাংস্কৃতিক কাজের সাথে যুক্ত ছিলেন। বর্তমানে রোদ্দুরে ডট কমের সম্পাদক।