মেঘলা রাতের চাঁদ বনাম অন্ধ পথিক

হাঁটছিলাম কজন তরুণ অন্ধবদ্ধ রাতে  
টর্চলাইট হাতে কেউ ডাকলো ইশারাতে,
বললো ডেকে, চলেছো কোথায়, সংগে নেবে আমায়,
আমরা বললাম, রাত-বিরেতে যোদ্ধা হতে চাই
সংগে আলো, ভালোই হলো তুমি কি শিকারি
হাতটা ধরো বুদ্ধি করো হয়েছে মাঠ তৈরি,
বাঁশবাগানে আছেরে ভুত, ভাবনা গোলমেলে
শত্রুপক্ষের চোরারা গেছে ভিন দেশির কোলে
শ্রমিক-কৃষক এগোচ্ছে পথ, ছুটছে হাজার ঘরে
আমরা খুঁজি, আমরা মরি, আমরা যাচ্ছি লড়ে।
বনবিড়ালের চোখের ঠমক ভেবেছিলাম আলো
কাঠবিড়ালির আদুরে নাচ লেগেছে কারো ভালো
শুধু কয়জন দেখেনি চোখে, মেঘের ফাঁকে ফাঁকে
বাস্তুহারা মানুষগুলো কোন কোটরে থাকে
আসছে ধীরে আকাশ চিরে হালকা চাঁদের আলো
সেই আলোই আমার-তোমার পথের বন্ধু ছিলো।

৮ জুলাই, ২০০৪

আরো পড়ুন:  যুদ্ধ ও শান্তি

Leave a Comment

error: Content is protected !!