বরুণের মতো প্রান্তরকে ছেয়ে দিব বলে
আমার অপেক্ষা করেছি এক দশক,
তাই আজ সীমানা পেড়িয়ে আসা হাওয়ারা-
ডেকে এনেছে আবির মেশানো ভালোবাসা।
আবেগী শব্দের জন্য যে বাক্য লেখা হয় নি
তারই অভিমান জমেছিল তোমার আঙুলের ভাজে ভাজে,
বারবার আঁচড় কেটে যায় আমার বাহুতে-
একটি পুর্ণ প্রেমের কাব্যের জন্য।
কুঠুরিতে বন্দি থাকা স্পর্শেরা আজ ডানা ঝাপটিয়ে-
রঙের ফোয়াড়ার জলে অঙ্গ ভেজায়,
আমাদের ভীরু ভীরু চাওয়া গুলো দিগন্তে ছড়িয়ে-
রংধনু হয়ে প্রাপ্তির প্রতিচ্ছবি আঁকে।
২০.০৩.২০২২
পার্বতীপুর, দিনাজপুর
জন্ম ৮ জানুয়ারি ১৯৮৯। বাংলাদেশের ময়মনসিংহে আনন্দমোহন কলেজ থেকে বিএ সম্মান ও এমএ পাশ করেছেন। তাঁর প্রকাশিত প্রথম কবিতাগ্রন্থ “স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে” এবং যুগ্মভাবে সম্পাদিত বই “শাহেরা খাতুন স্মারক গ্রন্থ”। বিভিন্ন সাময়িকীতে তাঁর কবিতা প্রকাশিত হয়েছে। এছাড়া শিক্ষা জীবনের বিভিন্ন সময় রাজনৈতিক ও সাংস্কৃতিক কাজের সাথে যুক্ত ছিলেন। বর্তমানে রোদ্দুরে ডট কমের সম্পাদক।
ওই ফুল গুলো দেখতে অনেক ভালো লাগে । আমার বাসার পাসে কয়েকটা গাছ আছে ।