বরুণ ফোঁটা দিনে

বরুণের মতো প্রান্তরকে ছেয়ে দিব বলে
আমার অপেক্ষা করেছি এক দশক,
তাই আজ সীমানা পেড়িয়ে আসা হাওয়ারা-
ডেকে এনেছে আবির মেশানো ভালোবাসা।

আবেগী শব্দের জন্য যে বাক্য লেখা হয় নি
তারই অভিমান জমেছিল তোমার আঙুলের ভাজে ভাজে,
বারবার আঁচড় কেটে যায় আমার বাহুতে-
একটি পুর্ণ প্রেমের কাব্যের জন্য।

কুঠুরিতে বন্দি থাকা স্পর্শেরা আজ ডানা ঝাপটিয়ে-
রঙের ফোয়াড়ার জলে অঙ্গ ভেজায়,
আমাদের ভীরু ভীরু চাওয়া গুলো দিগন্তে ছড়িয়ে-
রংধনু হয়ে প্রাপ্তির প্রতিচ্ছবি আঁকে।

২০.০৩.২০২২
পার্বতীপুর, দিনাজপুর

আরো পড়ুন:  ক্ষত

1 thought on “বরুণ ফোঁটা দিনে”

  1. ওই ফুল গুলো দেখতে অনেক ভালো লাগে । আমার বাসার পাসে কয়েকটা গাছ আছে ।

    Reply

Leave a Comment

error: Content is protected !!