ভূমিকা: এই প্রজাতিটি হচ্ছে বোরাগিনাসেস পরিবারের cynoglossum গণের একটি সপুষ্পক উদ্ভিদ।
বিবরণ:
এই প্রজাতিটি ভেষজ উদ্ভিদ। এর পাতা উপবৃত্তাকার আয়তাকার, আয়তাকার, উপবৃত্তাকার, আয়তাকার- ভল্লাকার বা ভল্লাকার; নিচের পাতা বৃন্ত থেকে ৪ থেকে ৭ সেমি লম্বা হয়; ধীরে ধীরে উপরের দিকে উঠে যায় এবং সরু হতে থাকে; ফলকের দৈর্ঘ ১২-১৫ ও প্রস্থ ৩.৫-৫ সেমি। নিচের পাতা বৃন্ত থেকে সরু হতে থাকে। মাঝখানের পাতা ৭-১০ ও ১-৩ সেমি।
পুষ্পবিন্যাস অনেক শাখাবিশিষ্ট; গোল আকারের; বিচ্ছিন্নভাবে থাকে। ফুল ১ মিলি বা তারচেয়ে ছোট আকারের হয়। ফল ১ থেকে ৩ মিলি, নিচের দিক ঘন বাঁকানো ও ঘন লোমযুক্ত। পুংকেশর: ফিলামেন্টগুলি খুব ছোট, অ্যান্থার্স ডিম্বাকৃতি, ফরনিসের অর্ধেক আকারের।[১]
আবাস ও বিস্তৃতি:
এই প্রজাতির নিউ গিনির স্থানীয়। এছাড়া মালয়েশিয়ায় পাওয়া যায়। এটি একটি বর্ষজীবী বা দ্বিবর্ষজীবী এবং প্রাথমিকভাবে বৃষ্টিময় গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে ভালো জন্মায়।
ব্যবহার: এটির মাঝে ভেষজ গুণাগুণ আছে। এছাড়াও চুলের যত্ন নিতে ও চুল সাজাতে ব্যবহৃত হয়।[২]
তথ্যসূত্র:
১. “cynoglossum hellwigii”, portal.cybertaxonomy.org/flora-malesiana, মালয়েশিয়া, ইউআরএলঃ https://portal.cybertaxonomy.org/flora-malesiana/cdm_dataportal/taxon/7cd04aac-3785-47c2-b0cc-9a44010b3c9f
২. ‘cynoglossum hellwigii’ powo.science.kew.org, ইংল্যান্ড, https://powo.science.kew.org/taxon/urn:lsid:ipni.org:names:115137-1
জন্ম ৮ জানুয়ারি ১৯৮৯। বাংলাদেশের ময়মনসিংহে আনন্দমোহন কলেজ থেকে বিএ সম্মান ও এমএ পাশ করেছেন। তাঁর প্রকাশিত প্রথম কবিতাগ্রন্থ “স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে” এবং যুগ্মভাবে সম্পাদিত বই “শাহেরা খাতুন স্মারক গ্রন্থ”। বিভিন্ন সাময়িকীতে তাঁর কবিতা প্রকাশিত হয়েছে। এছাড়া শিক্ষা জীবনের বিভিন্ন সময় রাজনৈতিক ও সাংস্কৃতিক কাজের সাথে যুক্ত ছিলেন। বর্তমানে রোদ্দুরে ডট কমের সম্পাদক।