বাংলাদেশের সংরক্ষিত মাছ বলতে বোঝানো হয় ঐ সব মাছগুলোকে যেসব মাছ বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুসারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক সংরক্ষিত ঘোষণা করা হয়েছে। উল্লেখিত আইনের শেষে যুক্ত দ্বিতীয় ও তৃতীয় তফসিলে যুক্ত মোট ৫২ প্রজাতির মাছের নামোল্লেখ করা হয়েছে যেগুলো বাংলাদেশের ভূ-খণ্ডে সংরক্ষিত বন্যপ্রাণী বা প্রটেকেটেড এনিমেল হিসেবে বিবেচনা করা হয়েছে।
সংরক্ষিত বন্যপ্রাণীর ক্ষেত্রে সাধারণ বিধিটি হচ্ছে এসব প্রাণীর বিষয়ে সকলকে সতর্কতা অবলম্বন করতে হবে। কেননা উক্ত আইনের ৬ ধারা মোতাবেক এই ৫২ প্রজাতির বন্যপ্রাণী শিকার বা বন্যপ্রাণী, মাংস, ট্রফি, অসম্পূর্ণ ট্রফি, বন্যপ্রাণীর অংশবিশেষ অথবা এসব হতে উৎপন্ন দ্রব্য দান, বিক্রয় বা কোনো প্রকারে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা অন্য কারো নিকট হস্তান্তর করা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। উক্ত ধারা লঙ্ঘন করলে বিচারক্রমে ৩৯ ধারা অনুযায়ী কোনো ব্যক্তি এক বছরের কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হতে পারেন। কোনো ব্যক্তি একই অপরাধ দ্বিতীয়বার করলে শাস্তির পরিমাণ দ্বিগুণ করা হবে।[১]
আরো উল্লেখ রয়েছে আইনের ৪১ ধারা মোতাবেক যদি কোনো ব্যক্তি এই আইনের অধীন কোনো অপরাধ সংঘটনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহায়তা করেন বা উক্ত অপরাধ সংঘটনে প্ররোচনা প্রদান করে থাকেন এবং উক্ত সহায়তা বা প্ররোচনার ফলে অপরাধটি সংঘটিত হয়, তাহলে উক্ত সহায়তাকারী বা প্ররোচনাকারী তাহার সহায়তা বা প্ররোচনা দ্বারা সংঘটিত অপরাধের জন্য নির্ধারিত দন্ডে দন্ডিত হইবে্লে[১]
বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের রক্ষিত বন্যপ্রাণীর তালিকার তফসিল ১ অনুযায়ী ২৫ টি প্রজাতি এবং তফসিল ২ অনুযায়ী ২৭ প্রজাতির, মোট ৫২ প্রজাতির মাছকে সংরক্ষিত ঘোষণা করা হয়েছে। অর্থাৎ আইন অনুসারে এই ৫২ প্রজাতির মাছ শিকার, বিক্রয় ও বিপণন বাংলাদেশের আইনে শাস্তিযোগ্য অপরাধ। নিম্নে তফসিল ১ ও তফসিল ২-এর মাছগুলোর নাম উল্লেখ করা হলো:
তফসিল ১-এ উল্লেখিত মাছ:
ক্রমিক নং | বাংলা নাম | ইংরেজি নাম | দ্বিপদ নাম |
০১ | পাখনামাথা হাতুড়ি হাঙ্গর | winghead shark | Eusphyra blochii |
০২ | দক্ষিণি হাতুড়ি হাঙ্গর | scalloped hammerhead | Sphyrna lewini |
০৩ | মসৃণ হাতুড়ি হাঙ্গর | smooth hammerhead | Sphyrna zygaena |
০৪ | জেব্রা হাঙ্গর | Zebra shark | Stegostoma fasciatum |
০৫ | বাদামিদাগি বাঁশ হাঙ্গর | Brownbanded bamboo shark | Chiloscyllium punctatum |
০৬ | মুইচিয়া হাঙ্গর | grey bamboo shark | Chiloscyllium griseum |
০৭ | কানি হাঙ্গর | spotless smooth-hound | Mustelus griseus |
০৮ | তিমি হাঙ্গর | whale shark | Rhincodon typus |
০৯ | চোখা হাঙ্গর | milk shark | Rhizoprionodon acutus |
১০ | থুট্টি হাঙ্গর | spadenose shark | Scoliodon laticaudus |
১১ | কালা হাঙ্গর | blacktip shark | Carcharhinus limbatus |
১২ | রেশমি হাঙ্গর | silky shark | Carcharhinus falciformis |
১৩ | চওড়ামুখি হাঙ্গর | whitecheek shark | Carcharhinus dussumieri |
১৪ | থুটা হাঙ্গর | hardnose shark | Carcharhinus macloti |
১৫ | দাগিলেজ হাঙ্গর | sorrah shark | Carcharhinus sorrah |
১৬ | বাঘা হাঙ্গর | Tiger shark | Galeocerdo cuvier |
১৭ | গাঙ্গেয় হাঙ্গর | Ganges shark | Glyphis gangeticus |
১৮ | ফৌরি হাঙ্গর | ||
১৯ | চোখানাসা পীতম্বরী | sharpnose guitarfish | Glaucostegus granulatus |
২০ | দানব পীতম্বরী | giant guitarfish | Rhynchobatus djiddensis |
২১ | সবুজ করাতি হাঙ্গর | longcomb sawfish | Pristis zijsron |
২২ | লম্বাদন্তী করাতি হাঙ্গর | largetooth sawfish | Pristis microdon |
২৩ | ছুরিদন্তী করাতি হাঙ্গর | knifetooth sawfish | Anoxypristis cuspidata |
২৪ | দেশি বড় বাইন | Indian mottled eel | Anguilla bengalensis |
২৫ | পাতি সমুদ্র ঘোড়া | common seahorse | Hippocampus kuda |
তফসিল ২ অনুসারে সংরক্ষিত মাছের তালিকা
ক্রমিক নং | বাংলা নাম | ইংরেজি নাম | দ্বিপদ নাম |
০১ | তিলা শোল | Barca snakehead | Channa barca |
০২ | লাল-পাখনা মহাশোল | tor mahseer | Tor tor |
০৩ | সোনালী মহাশোল | Putitor mahseer | Tor putitora |
০৪ | ভাঙ্গন বাটা | Violet Shark | Labeo boga |
০৫ | নানদিনা | Nandi Labeo | Labeo nandina |
০৬ | ঘোড়া মুইখা | Labeo pangusia | |
০৭ | দানব বাঘাইড় | giant devil catfish | Bagarius yarrelli |
০৮ | চেনুয়া | Sisor catfish | Sisor rabdophorus |
০৯ | কোঠা কুমিরের খিল | Microphis deocata | |
১০ | তেলোটাকি | Ceylon snakehead | Channa orientalis |
১১ | তারা বাইম | one-stripe spiny eel | Macrognathus aral |
১২ | নাপিত কই | blue perch | Badis badis |
১৩ | নাফতানি | frail gourami | Ctenops nobilis |
১৪ | কুইচা | Asian swamp eel | Monopterus cuchia |
১৫ | রিঠা | Rita | Rita rita |
১৬ | দেশি বোল | Trout barb | Raiamas bola |
১৭ | জয়া হিরালু | Hamilton’s Barila | Barilius bendelisis |
১৮ | বাংলা রাণী | Bengal loach | Botia dario |
১৯ | তিলা বিশতারা | common scat | Scatophagus argus |
২০ | গাঙ মাগুর | Black eeltail catfish | Plotosus canius |
২১ | ধাইন | Silond catfish | Silonia silondia |
২২ | লম্বালেজি পদ্মমামনি | Longtail butterfly ray | Gymnura poecilura |
২৩ | বেনেটের হাউশপাতা | Bennett’s stingray | Dasyatis bennetti |
২৪ | নীলচিত্রা হাউশপাতা | bluespotted stingray | Neotrygon kuhlii |
২৫ | চিত্রা শঙ্খচিল | spotted eagle ray | Aetobatus narinari |
২৬ | দাগি শঙ্খচিল | Banded eagle ray | Aetomylaeus nichofii |
২৭ | কাঁটালেজি দেওমাছ | spinetail devil ray | Mobula japanica |
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক, কবি, প্রাবন্ধিক, গবেষক ও চিন্তাবিদ। তাঁর প্রথম কবিতার বই পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি প্রকাশিত হয় ২০০৪ সালে। তাঁর মোট প্রকাশিত গ্রন্থ ১২টি। সাম্প্রতিক সময়ে প্রকাশিত তাঁর সমাজতন্ত্র ও মার্কসবাদ গ্রন্থ দুটি পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ২০১০ সালে সম্পাদনা করেন বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা নামের একটি প্রবন্ধগ্রন্থ। তিনি ১৬ জুন, ১৯৭৭ তারিখে জন্মগ্রহণ করেন। তিনি লেখাপড়া করেছেন ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ পাস করেন।