খুবানি ফলে প্রোটিন, ফ্যাট, কার্বহাইড্রেটস, ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, ভিটামিন-এ, বি, সি প্রভৃতি বিদ্যমান। বীজের শাঁসে/শাঁসের তেলে প্রচুর পরিমাণে হাইড্রোসায়ানিক এসিড পাওয়া যায়। এই তেল সাধারণতঃ রান্না ও জ্বালানীর কাজে ব্যবহৃত হয়।
খুবানি-এর পরিচিতি
মাঝারি ধরনের ঝোপঝাড় বিশিষ্ট গাছ। সাধারণতঃ ২০। ২৫ ফুট উঁচু হয়। পাতা গোল কিংবা ডিম্বাকৃতি, ২ থেকে ৪ ইঞ্চি লম্বা। ফুল গোলাপী সাদা। ফল কচি অবস্থায় রোমশ, পাকলে হলদে রঙের উপর লালের আভা, মসৃণ। শুকনো ফল তাজা অপেক্ষা উত্তম। এই ফল মধুর, অম্ল, অম্ল-মধুর ভেদে তিন প্রকার। ফলের মধ্যে বীজ থাকে এবং বীজের মধ্যে থাকে শাঁস। বীজের শাঁস অত্যধিক স্বাদযুক্ত। ঔষধার্থে ব্যবহার্য অংশ— ফল ও শাঁস।
প্রজাতিসমূহ:
এই গাছটির বোটানিক্যাল নাম Prunus armeniaca Linn., এটি Rosaceae পরিবারভুক্ত। এই প্রজাতিটির আবার কয়েকটি উপ-প্রজাতি আছে, সেগুলি হলো— (১) কালো বা বেগুনী খুবানি Prunus dasycarpa Ehrh., (২) রাশিয়ান বা সাইবেরীয়ান খুবানী Prunus sibirica Linn., (৩) জাপানী খুবানী Prunus mume Sicb & Zucc., (৪) মানচুরীয় খুবানী Prunus mandschurica Kochne প্রভৃতি। এইসব উপ-প্রজাতিগুলির মধ্যে প্রথমটি ভারতের কাশ্মীর অঞ্চলে জন্মে।
খুবানি-এর বিস্তৃতি
খুবানীর গাছের আদি বাসস্থান চীন দেশ এবং সেখান থেকেই বিশ্বের নানা স্থানে ছড়িয়ে পড়েছে। বর্তমানে ভারতের কাশ্মীর অঞ্চলে, উত্তর-পশ্চিম হিমালয়-সংলগ্ন স্থানসমূহে খুবানীর চাষ হয়। অবশ্য জন্মেও প্রচুর। ভারত ও চীন ছাড়া আমেরিকা যুক্তরাষ্ট্র, স্পেন, ইটালী, আফগানিস্তান, তুর্কী, মরক্কো, ফ্রান্স, ইরান, মিশর, গ্রীস প্রভৃতি দেশেও এটির চাষ হয়। এর মহামূল্যবান ফল পৃথিবীর প্রায় সর্বত্র পাওয়া যায়।
তথ্যসূত্র:
১. আয়ুর্বেদাচার্য শিবকালী ভট্টাচার্য: চিরঞ্জীব বনৌষধি খন্ড ১১, আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, কলকাতা, সপ্তম মুদ্রণ ১৪২৬, পৃষ্ঠা, ১১৯-১২০।
বি. দ্র: ব্যবহৃত ছবি flowersofindia.net থেকে নেওয়া হয়েছে। আলোকচিত্রীর নাম: Seema Bin Zeenat
জন্ম ৮ জানুয়ারি ১৯৮৯। বাংলাদেশের ময়মনসিংহে আনন্দমোহন কলেজ থেকে বিএ সম্মান ও এমএ পাশ করেছেন। তাঁর প্রকাশিত প্রথম কবিতাগ্রন্থ “স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে” এবং যুগ্মভাবে সম্পাদিত বই “শাহেরা খাতুন স্মারক গ্রন্থ”। বিভিন্ন সাময়িকীতে তাঁর কবিতা প্রকাশিত হয়েছে। এছাড়া শিক্ষা জীবনের বিভিন্ন সময় রাজনৈতিক ও সাংস্কৃতিক কাজের সাথে যুক্ত ছিলেন। বর্তমানে রোদ্দুরে ডট কমের সম্পাদক।