কোনো ছাঁচ, ধাঁচ বা গণ্ডিতে নয়
মুক্ত পাখির ডানার পালক হয়ে আমরা উড়েছি
আপেল শ্রমিকের সুপ্ত স্বপ্নের সাথে মিলেছি
আদিম কোনো ভূমিতে বীজ হয়ে ছড়িয়েছি
সংগ্রামে এক হয়েছি রক্তজবা বুকে নিয়ে
তাই তুমি আমি আমরা পাপড়িময় সুবাস হয়েছি।
তবুও আমি চাই
একটা অজানা শক্তির ফুলকি ছুঁয়ে যাক আমাদের শরীর
নিজেদের আবার শোধন করি সূর্যস্নান করে
যদিও জানি আমাদের স্বাদ ভিন্ন
পছন্দ বিচিত্র, চাওয়া পাওয়া অসীম
তারপরও অজানা শক্তির ফুলকি ছুঁয়ে যাক আমাদের শরীর
আমাদের সব ভিন্ন স্বাদ, পছন্দ, আকাক্ষার বীজ একত্রিত হয়ে
অঙ্কুরিত হোক এক বিপ্লবী ক্ষেত।
৮.৪.২০১৭
ত্রিভুবন বিমানবন্দর, কাঠমান্ডু, নেপাল
জন্ম ৮ জানুয়ারি ১৯৮৯। বাংলাদেশের ময়মনসিংহে আনন্দমোহন কলেজ থেকে বিএ সম্মান ও এমএ পাশ করেছেন। তাঁর প্রকাশিত প্রথম কবিতাগ্রন্থ “স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে” এবং যুগ্মভাবে সম্পাদিত বই “শাহেরা খাতুন স্মারক গ্রন্থ”। বিভিন্ন সাময়িকীতে তাঁর কবিতা প্রকাশিত হয়েছে। এছাড়া শিক্ষা জীবনের বিভিন্ন সময় রাজনৈতিক ও সাংস্কৃতিক কাজের সাথে যুক্ত ছিলেন। বর্তমানে রোদ্দুরে ডট কমের সম্পাদক।