ফুলকির জন্য অপেক্ষা

কোনো ছাঁচ, ধাঁচ বা গণ্ডিতে নয়
মুক্ত পাখির ডানার পালক হয়ে আমরা উড়েছি
আপেল শ্রমিকের সুপ্ত স্বপ্নের সাথে মিলেছি
আদিম কোনো ভূমিতে বীজ হয়ে ছড়িয়েছি
সংগ্রামে এক হয়েছি রক্তজবা বুকে নিয়ে
তাই তুমি আমি আমরা পাপড়িময় সুবাস হয়েছি।

তবুও আমি চাই
একটা অজানা শক্তির ফুলকি ছুঁয়ে যাক আমাদের শরীর
নিজেদের আবার শোধন করি সূর্যস্নান করে
যদিও জানি আমাদের স্বাদ ভিন্ন
পছন্দ বিচিত্র, চাওয়া পাওয়া অসীম
তারপরও অজানা শক্তির ফুলকি ছুঁয়ে যাক আমাদের শরীর
আমাদের সব ভিন্ন স্বাদ, পছন্দ, আকাক্ষার বীজ একত্রিত হয়ে
অঙ্কুরিত হোক এক বিপ্লবী ক্ষেত।

৮.৪.২০১৭
ত্রিভুবন বিমানবন্দর, কাঠমান্ডু, নেপাল

আরো পড়ুন:  বরুণ ফোঁটা দিনে

Leave a Comment

error: Content is protected !!