দূর্বা বাংলাদেশের পতিত জমিতে জন্মানো ভেষজ ঘাস

ঘাস

দূর্বা

বৈজ্ঞানিক নাম: Cynodon dactylon, (L.) Pers. সমনাম: Agrostis bermudiana Tussac. ex Kunth nom. inval., Agrostis filiformis J.Koenig ex Kunth nom. inval., Agrostis linearis Retz., Agrostis stellata Willd., Capriola dactylon (L.) Kuntze, Capriola dactylon (L.) Hitchc., Chloris cynodon Trin. nom. illeg., Chloris maritima Trin., Chloris paytensis Steud., Cynodon affinis Caro & E.A.Sánchez, Cynodon aristiglumis Caro & E.A.Sánchez, Cynodon aristulatus Caro & E.A.Sánchez etc. সাধারণ নাম: dūrvā grass, Dhoob, Bermuda grass, dubo, dog’s tooth grass, Bahama grass, devil’s grass, couch grass, Indian doab, arugampul, grama, wiregrass and scutch grass বাংলা নাম: দূর্বা বা দুবড়ি জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্য: Plantae বিভাগ: Angiosperms অবিন্যাসিত: Commelinids বর্গ: Poales পরিবার: Poaceae গণ: Cynodon প্রজাতি: Cynodon dactylon

পরিচিতি: দূর্বা একটি ঔষধি গুণসম্পন্ন ঘাস। এদের বৈজ্ঞানিক নাম: Cynodon dactylon, (L.) Pers এবং এরা পোয়াসি পরিবারের ঘাস। এই ঘাসটির ঔষধি ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন

দূর্বা ঘাসের উপকারিতা ও গুণাগুণ

চাষাবাদ: বর্ষার আগেই বৈশাখের প্রথম বৃষ্টি পেয়ে প্রতিটি গিট থেকে শেকড় বেরিয়ে মাটি আঁকড়ে দূর্বার ডগা এগিয়ে যায়। দূর্বা দীর্ঘকাল ধরে প্রতিকুল পরিবেশে লড়াই করে টিকে থাকার সামর্থ্য রাখে।[১]

বিস্তৃতি: ঘাস বাংলাদেশের সর্বত্র জন্মায়। এদেরকে গ্রামে, মাঠে দেখা যায়। পতিত জায়গায় ভালো জন্মে। দূর্বা ঘাস জলমগ্নতা সহ্য করতে পারে না।[২]

ব্যবহৃত অংশ: এই ঘাসের পাতা, ডগা ঔষধি কাজে লাগে।

তথ্যসূত্র:

১. এ বি এম জাওয়ায়ের হোসেন, ওষুধি গাছগাছড়া, গ্রন্থনা, ঢাকা, প্রথম প্রকাশ ফাল্গুন ১৪১১, পৃষ্ঠা, ৪৪।

২.  শেখ সাদী; উদ্ভিদকোষ, দিব্যপ্রকাশ, ঢাকা, প্রথম প্রকাশ ফেব্রুয়ারি ২০০৮, পৃষ্ঠা, ২২৮।

Leave a Comment

error: Content is protected !!