শঙ্খমতির পাড়ের নগ্ন পায়ে হাঁটার গল্প

আজ রাত, আরো গভীর হোক
পিপীলিকা চাল দানা নিয়ে ঘরে ফিরুক
মাতালের মগ্নতা চোখগুলোকে নির্লিপ্ত করে রাখুক
আর চাঁদটা আমার মতোই জেগে থাকুক,
কাগজের দুই ডানাতে ভর করে একটু জ্যোৎস্না আসুক
আমাদের বাহু নেশায় ভরিয়ে তুলুক
সেই মাতলামিতে তোমাকে একটি কবিতা শোনাব
যদি তুমি জেগে থাকও?
তোমাকে কল্পনার সিঁড়ি থেকে নামিয়ে নিয়ে যাব
শঙ্খমতির পাড়ের রূপসী ঘাসের কাছে,
এক পরিচিত জগতে
যেখানে ভালোবাসার কোনো আলুথালু স্পন্দন থাকবে না
ভয় থাকবে না খোয়ানোর,
দিশেহারা মনটার ঠিকানা হবে এই নদীর পাড়ের ঘাসফুলে

এই শহরে হাহাকার নেই
এই জনপদের লোকেরা আগেই চুক্তি করে রেখেছে
একটি শিশুও যেনো চোখের জলে নিদ্রায় না যায়
চুক্তি করে রেখেছে
পথের ধূলিও যেনো নিরাপদে উড়তে পারে
চুক্তি করে রেখেছে
পান্ডুলিপিগুলো যেনো ছড়িয়ে যেতে পারে নির্দ্বিধায়।

এক অদ্ভুত নগরের গল্প শোনাব
যদি জেগে থাকো?

১৯.১২.২০১৭
বানেশ্বর, কাঠমান্ডু

আরো পড়ুন:  হারানো শিল্পী

Leave a Comment

error: Content is protected !!