পানিসরা বা পিচান্দি উষ্ণমণ্ডলীয় অঞ্চলের উপকারী বৃক্ষ

পানিসরা বা পিচান্দি

বৈজ্ঞানিক নাম: Grewia serrulata DC., Prodr. 1: 510 (1824). সমনাম: Grewia laevigata auct. non Vahl (1790), Grewia multiflora auct. non Juss. (1804). ইংরেজি নাম: Kaori Crossberry। স্থানীয় নাম: পানিসরা, পিচান্দি।
জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস 
জগৎ/রাজ্য: Plantae. বিভাগ: Angiosperms. অবিন্যাসিত: Edicots. বর্গ: Malvales. পরিবার: Malvaceae. গণ: Grewia প্রজাতির নাম: Grewia serrulata

ভূমিকা: পানিসরা (বৈজ্ঞানিক নাম: Grewia serrulata) হচ্ছে মাভেসিয়া পরিবারের গ্রেউয়া গণের এক প্রকারের গুল্ম। এই প্রজাতিটি দক্ষিণ এশিয়ায় জন্মায়।

পানিসরা-এর বর্ণনা:

পানিসরা একপ্রকার ছোট বৃক্ষ বা গুল্ম। পত্র ১-১৮ × ১.৫-৭.০ সেমি, চর্মবৎ, উপবৃত্তাকার-বল্লমাকার বা বিডিম্বাকার, দীর্ঘাগ্র, গোড়া ৩-শিরাযুক্ত, গ্রন্থিল, করাত দন্তর, রোমহীন বা শিরার উপর তারকাকার রোমাবৃত, পত্রবৃন্ত খাটো, উপপত্র তুরপুনাকার।

মঞ্জরীদন্ড পুষ্পবৃন্তের সমান লম্বা। পুষ্প সাদা, ২.৫-৩.০ সেমি চওড়া, কাক্ষিক সাইম, কুড়ি আয়তাকার। বৃত্যংশ ৫টি, ৯-১৬ × ৩-৫ মিমি, আয়তাকার, রসালো, ২-খাঁজযুক্ত, বাহিরে সবুজ, অভ্যন্তরে সাদা। পাপড়ি ৫টি, প্রায় ৩.৫ × ১.৫ মিমি, ডিম্বাকার বা বিডিম্বাকার, সাদা, ঝিল্লময়, রোমহীন, শীর্ষ ভোতা। পুংকেশর অসংখ্য। গর্ভাশয় লোমশ, গর্ভদন্ড রোমহীন, গর্ভমুন্ড সরু, খন্ডিত, গাইনোফোর আয়তাকার। ফল ড্রপ, গোলাকার, কালো, ১ বা ২ খন্ডিত, প্রতিটি ২টি নাটযুক্ত।

ক্রোমোসোম সংখ্যা: জানা নেই।

আবাসস্থল ও বংশ বিস্তার:

আর্দ্র পত্রঝরা এবং চিরহরিৎ বনাঞ্চল। ফুল ও ফল ধারণ সময়কাল মে-ফেব্রুয়ারি। বীজ দ্বারা নতুন চারা জন্মে।

বিস্তৃতি :

ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মায়ানমার, ইন্দো-চীন, অস্ট্রেলিয়া এবং উষ্ণমন্ডলীয় আফ্রিকা। বাংলাদেশর বৃহত্তর চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট জেলার বনে পাওয়া যায়।

উপকারিতা :

গাছের পাতা গরুর খাদ্য হিসাবে ব্যাবহৃত হয়।

জাতিতাত্বিক ব্যবহার:

বাকল থেকে তন্ত্র তৈরী হয় যা দড়ি তৈরীর জন্য উপযুক্ত (Deb, 1981)।

অন্যান্য তথ্য:

বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষের  ১০ম খণ্ডে (আগস্ট ২০১০) পানিসরা প্রজাতিটির সম্পর্কে বলা হয়েছে যে, বাংলাদেশে এটি আশঙ্কামুক্ত। বাংলাদেশে পানিসরা সংরক্ষণের কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। প্রজাতিটি সম্পর্কে প্রস্তাব করা হয়েছে এটি মাত্রাতিরিক্ত ব্যবহারের কারণে সংরক্ষণের পদক্ষেপ গ্রহণ প্রয়োজন।

আরো পড়ুন:  এ্যালাটোসলেমা রূপেস্ট্রা বহুবর্ষজীবী বীরুৎ

তথ্যসূত্র:

১. বুশরা খান (আগস্ট ২০১০) “অ্যানজিওস্পার্মস ডাইকটিলিডনস” আহমেদ, জিয়া উদ্দিন; হাসান, মো আবুল; বেগম, জেড এন তাহমিদা; খন্দকার মনিরুজ্জামান। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। খন্ড ১০ম, পৃষ্ঠা ৪০১। আইএসবিএন 984-30000-0286-0

বি. দ্র: ব্যবহৃত ছবি flowersofindia.net থেকে নেওয়া হয়েছে। আলোকচিত্রীর নাম: Dinesh Valke

Leave a Comment

error: Content is protected !!